কুষ্টিয়ার দৌলতপুরে অস্ত্র ও মাদকসহ চরমপন্থী ‘৪০ বাহিনী’র সদস্য গ্রেপ্তার
শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫ ৮:৩৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নে অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও হেরোইনসহ জাহিদুল ইসলাম জামিল মালিথা (৪০) নামে এক চরমপন্থীকে গ্রেপ্তার করেছে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।
গ্রেপ্তার জামিল মালিথা ফিলিপনগর ইউনিয়নের সিরাজনগর মালিথাপাড়া গ্রামের মৃত জালাল মালিথার ছেলে। তিনি কুখ্যাত চরমপন্থী সংগঠন ‘৪০ বাহিনী’র প্রধান রাখির ঘনিষ্ঠ সহযোগী ও স্থানীয়ভাবে অস্ত্র ও মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (২৪ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ফিলিপনগর ইউনিয়নের আবেদের ঘাট এলাকায় অভিযান চালিয়ে জামিলকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড গুলি ও ০.০৪৮ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
কুষ্টিয়া ব্যাটালিয়ন ৪৭ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি জানান, জামিল দীর্ঘদিন ধরে ভারত থেকে অবৈধ অস্ত্র ও মাদক দেশে আমদানি করে স্থানীয় সিন্ডিকেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছিলেন। পদ্মা নদীসংলগ্ন সীমান্ত এলাকা হওয়ায় তিনি সীমান্তপারের একটি চক্রের সঙ্গে মিলে চোরাচালান কার্যক্রম পরিচালনা করতেন।
স্থানীয়দের দাবি, জামিল মালিথা ফিলিপনগর, চিলমারী ও রামকৃষ্ণপুর ইউনিয়নসহ পদ্মা নদী তীরবর্তী চরাঞ্চলজুড়ে মাদক ও অস্ত্র ব্যবসার নিয়ন্ত্রণে রাখতেন। তার বিরুদ্ধে পূর্বেও অস্ত্র ও মাদক সংশ্লিষ্ট একাধিক মামলা রয়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলাইমান শেখ জানান, বিজিবি জামিলকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি পৃথক মামলা দায়েরের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
১৫২ বার পড়া হয়েছে