সর্বশেষ

আন্তর্জাতিক

ইসরায়েলের পার্লামেন্টে ফিলিস্তিনি পশ্চিম তীর সংযুক্তির বিল পাস

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ ৩:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ইসরায়েলের পার্লামেন্ট ‘নেসেটে’ পশ্চিম তীরের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড ইসরায়েলের অংশ হিসেবে আনুষ্ঠানিকভাবে সংযুক্ত করার একটি বিতর্কিত বিল প্রথম ধাপে পাস হয়েছে। বিলটি পূর্ণাঙ্গ অনুমোদন পেলে পশ্চিম তীরের ওপর ইসরায়েলের সার্বভৌমত্ব কার্যকর হবে।

মঙ্গলবার পার্লামেন্টের ১২০ সদস্যের মধ্যে ২৫ ভোটে বিপরীতে মাত্র ২৪ ভোটে এই বিল প্রাথমিক অনুমোদন পায়। তবে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিজেই এই বিলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এবং তার দল লিকুদ পার্টিও এর বিরোধিতা করেছে। পার্লামেন্টের বিলটি এখন সংসদের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটিতে পাঠানো হয়েছে এবং এটি আইন হিসেবে চূড়ান্তভাবে গৃহীত হওয়ার জন্য আরও তিন ধাপের ভোটের অপেক্ষায় রয়েছে।

নেসেটের বিবৃতিতে বলা হয়েছে, “জুদিয়া ও সামারিয়া (পশ্চিম তীর) এলাকায় ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপের জন্য এই বিল আনা হয়েছে।” এই পদক্ষেপ আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগের মুখে পড়েছে এবং এটি ফিলিস্তিনি ভূখণ্ডকে ইসরায়েলের সঙ্গে যুক্ত করার উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক মাস আগেই পশ্চিম তীর সংযুক্তির অনুমতি না দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। একই সময়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েল সফরে গাজায় চলমান যুদ্ধবিরতি টিকিয়ে রাখার প্রচেষ্টায় ব্যস্ত রয়েছেন।

ফিলিস্তিনি কর্তৃপক্ষ, হামাস, এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ যেমন কাতার, সৌদি আরব, ও জর্ডান এই বিলকে কঠোরভাবে নিন্দা জানিয়েছে। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, “পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম ও গাজা একক ভৌগোলিক ইউনিট এবং সেখানে ইসরায়েলের কোনো সার্বভৌম অধিকার নেই।” হামাস বিলটিকে “ইসরায়েলের উপনিবেশবাদী মনোভাবের প্রকাশ” হিসেবে আখ্যায়িত করেছে।

সৌদি আরব ও জর্ডান এই বিলকে আন্তর্জাতিক আইনের বিরুদ্ধে উল্লেখ করে, দ্বিরাষ্ট্র সমাধানের জন্য এটি বড় বাধা বলে মনে করছে।

বর্তমানে পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে প্রায় ৭ লাখ ইসরায়েলি বসতি অবৈধভাবে গড়ে উঠেছে, যা আন্তর্জাতিক আইনে অবৈধ ঘোষণা করা হয়েছে।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন