সর্বশেষ

জাতীয়

অন্যায় আদেশ মানা হবে না, নির্বাচন হবে নিরপেক্ষ: সিইসি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ৮:৪০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
নির্বাচন কমিশন কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন।

তিনি বলেন, কমিশনের পক্ষ থেকে কোনো অন্যায় নির্দেশনা দেওয়া হবে না, কর্মকর্তাদের আইন অনুযায়ী নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

বুধবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সিইসি বলেন, “আপনারা কোনো ধরনের চাপের কাছে মাথা নত করবেন না। আইন অনুযায়ী কাজ করবেন এবং কমিশনের পক্ষ থেকে পূর্ণ সহযোগিতা পাবেন। আমরা আপনাদের অন্যায় কোনো আদেশ দেবো না, সুতরাং তা পালন করার প্রশ্নও ওঠে না।”

তিনি আরও বলেন, “আমরা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি—যেখানে আইনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। জাতি হিসেবে আমাদের দুরবস্থার অন্যতম কারণ হলো আইনের প্রতি শ্রদ্ধার অভাব। এটা পরিবর্তন করতে হবে।”

নির্বাচনের সময় ইউএনওদের সমন্বয় ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “নির্বাচনের সময় কেন্দ্র, আইন-শৃঙ্খলা বাহিনী, প্রিসাইডিং অফিসার ও মনিটরিং সেলের সঙ্গে সমন্বয় খুব জরুরি। যেকোনো সঙ্কট শুরুতেই মোকাবিলা করতে হবে।”

অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ মোবাইল ম্যাজিস্ট্রেটদের সময়মতো দায়িত্ব পালনের প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি বলেন, “ভোটকেন্দ্রে বিশৃঙ্খলা হওয়ার পর গিয়ে উপস্থিত হওয়া কোনো কাজের নয়। আগেভাগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের চার কমিশনার এবং ইসি সচিব মো. আখতার আহমেদ।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন