সর্বশেষ

শিক্ষা

শ্রীশান্ত রায়কে গ্রেফতারের দাবিতে বুয়েটে মধ্যরাতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২২ অক্টোবর, ২০২৫ ২:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ধর্ষণ, বোরকা, হিজাব ও নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

অভিযুক্ত শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। পাশাপাশি, তাকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১১টার দিকে বুয়েটের ছাত্রকল্যাণ পরিদফতরের সামনে শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা অভিযুক্ত শিক্ষার্থীর গ্রেফতার ও স্থায়ী বহিষ্কারের দাবি জানান।

বিক্ষোভের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করে। রাতেই প্রাথমিকভাবে শ্রীশান্ত রায়কে বহিষ্কার করা হয়। বুধবার সকালে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আটক করে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

শ্রীশান্ত রায় বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল (ইইই) বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী এবং আহসানউল্লাহ হলের আবাসিক ছাত্র।

শিক্ষার্থীদের দাবি, এমন আচরণ বিশ্ববিদ্যালয়ের পরিবেশের পরিপন্থী এবং প্রশাসনের উচিত দ্রুততম সময়ের মধ্যে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিশ্চিত করা।

১১২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন