দৌলতপুরে ক্লিনিকের আড়ালে দেহ ব্যবসা, মালিকসহ আটক ২

মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫ ৭:২৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা বাজারে অবস্থিত 'সততা ক্লিনিক'-এ দীর্ঘদিন ধরে দেহ ব্যবসা চালানোর অভিযোগ উঠেছে।
সোমবার (২০ অক্টোবর) রাত ৮টার দিকে এলাকাবাসী অভিযান চালিয়ে এক নারী ও এক পুরুষকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে। পরে খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের অভিযোগ, ক্লিনিকটির মালিক আব্দুল মোমিন দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী জেলা থেকে নারীদের এনে ক্লিনিকের আড়ালে অবৈধ কার্যক্রম পরিচালনা করছিলেন। স্থানীয়দের সন্দেহ দীর্ঘদিনের হলেও এবার ঘটনাস্থলে সরাসরি অভিযুক্তদের পাওয়ায় বিষয়টি প্রকাশ্যে আসে।
এলাকাবাসীর দাবি, এর আগেও একাধিকবার তারা এ বিষয়ে অভিযোগ করেছেন, এমনকি সাবেক সংসদ সদস্য রেজাউল হক চৌধুরীর কাছেও বিষয়টি জানানো হয়েছিল। কিন্তু কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।
ঘটনার পর ক্লিনিক মালিক আব্দুল মোমিনের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করে তার আত্মীয়ের মাধ্যমে কথা বলার অনুরোধ জানান।
এ বিষয়ে ক্লিনিক মালিক সমিতির সাধারণ সম্পাদক আতিয়ার রহমান বলেন, “ঘটনার বিষয়ে শুনেছি। আগে থেকেও এমন অভিযোগ পাওয়া গেছে। তবে অভিযুক্ত ব্যক্তি আমাদের সমিতির সদস্য না হওয়ায় আমরা সরাসরি কোনো ব্যবস্থা নিতে পারিনি। বর্তমানে পুলিশ তদন্ত করছে।”
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. তৌহিদুল হাসান তুহিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
দৌলতপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আখতারুজ্জামান লিটন জানান, “ঘটনার খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ক্লিনিকের আড়ালে অসামাজিক কর্মকাণ্ড পরিচালনার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। অভিযোগ প্রমাণিত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
২০৭ বার পড়া হয়েছে