সংসদে পুলিশের সঙ্গে সংঘর্ষ: বহিরাগতদের দায়ী করলেন জুলাই যোদ্ধারা

সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ৬:১৫ অপরাহ্ন
শেয়ার করুন:
রাজধানীর জাতীয় সংসদ ভবন এলাকায় গত ১৭ অক্টোবর ঘটে যাওয়া সংঘর্ষের পেছনে কিছু বহিরাগত ব্যক্তিদের দায়ী করেছেন জুলাই মুক্তিযোদ্ধারা।
সোমবার (২০ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে জুলাই যোদ্ধারা জানান, তারা ওই সংঘর্ষে জড়িত বহিরাগতদের মধ্যে কমপক্ষে ২০ থেকে ২৫ জনের পরিচয় চিহ্নিত করতে সক্ষম হয়েছেন।
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজের সভাপতিত্বে এবং অন্যান্য সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে জুলাই যোদ্ধারা তাদের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংক্রান্ত সমস্যার কথাও তুলে ধরেন। তারা জানান, অনেক মুক্তিযোদ্ধা স্বাস্থ্য কার্ড থাকা সত্ত্বেও গত কোরবানির পর থেকে বিভিন্ন হাসপাতালে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন, যা অত্যন্ত দুঃখজনক ও অমানবিক বলে তারা উল্লেখ করেন।
বৈঠকে আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা নিশ্চিত করার জন্য স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে একটি লিখিত নির্দেশনা দেশের সব হাসপাতালে পাঠানোর দাবি জানান তারা। পাশাপাশি জুলাই পরিবারের সদস্যদের আইনি সুরক্ষা ও প্রত্যেক যোদ্ধাকে নির্দিষ্ট পরিচয়পত্র প্রদানের বিষয়েও গুরুত্বারোপ করা হয়।
জুলাই যোদ্ধারা জানান, জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তারা কোনও সহিংসতা সৃষ্টি করতে যাননি, বরং ন্যায্য দাবি আদায়ের জন্য সেখানে উপস্থিত ছিলেন। তবে বহিরাগতদের অনুপ্রবেশ ও হামলার কারণে ঘটনাটি অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত হয়ে ওঠে।
এ ঘটনায় দায়ের করা চারটি মামলার দ্রুত প্রত্যাহারের জন্য কমিশনের সহযোগিতা কামনা করেন জুলাই যোদ্ধারা। জাতীয় ঐকমত্য কমিশন তাদের দাবি গুরুত্বসহকারে বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করবে এবং সমস্যার সমাধানে সহায়তা করবে বলে জানান।
বৈঠকে জুলাই যোদ্ধাদের ১৩ সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন, যাদের মধ্যে মো. সোহাগ মাহমুদ, কামরুল হাসান, মো. আল আমিন, মুস্তাঈন বিল্লাহ হাবিবী, হাসিবুল হাসান জিসান, মারুফা মায়া, আহাদুল ইসলাম, মাজেদুল হক শান্ত, মো. সাগর উদ্দিন, মো. দুলাল খান, মো. নাহিদুজ্জামান, ইমরান খান ও নুসরাত জাহান রয়েছেন।
১০৮ বার পড়া হয়েছে