সর্বশেষ

সারাদেশ

বর্ধিত গেট পাস ফি স্থগিত, চট্টগ্রাম বন্দরে স্বাভাবিক কার্যক্রম শুরু

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ৭:৫২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রাম বন্দরে গেট পাস ফি বাড়ানোর প্রতিবাদে সৃষ্ট অচলাবস্থার অবসান হয়েছে।

যানবাহন ও সিঅ্যান্ডএফ (C&F) কর্মচারীদের জন্য বর্ধিত ফি সাময়িকভাবে স্থগিত করায় সোমবার (২০ অক্টোবর) সকাল থেকে বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হয়।

বন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, রোববার (১৯ অক্টোবর) দুপুরে পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে বৈঠকের পর ট্রাক, কাভার্ডভ্যান, লরি ও ট্রেইলার যানবাহনের গেট পাসের বর্ধিত মাশুল স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। একইদিন সন্ধ্যায় সিঅ্যান্ডএফ কর্মচারীদের প্রবেশ ফিও স্থগিত করা হয়।

বন্দর সচিব মো. ওমর ফারুক বলেন, “সরকারি গেজেট অনুযায়ী গেট পাস ফি বাড়ানো হলেও পরিবহন মালিক-শ্রমিকদের দাবির পরিপ্রেক্ষিতে বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে। ফলে যানবাহনের মতো সিঅ্যান্ডএফ কর্মচারীদের বর্ধিত ফিও পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত স্থগিত করা হয়েছে।”

তিনি আরও জানান, রোববার বিকেল থেকেই বন্দরের কার্যক্রম ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করে। সোমবার কোনো কর্মসূচি না থাকায় সকাল ৯টা থেকে আমদানি-রপ্তানি কার্যক্রম পুরোপুরি সচল হয়।

উল্লেখ্য, ভারী যানবাহনের গেট পাস ফি ৫৭ টাকা থেকে বাড়িয়ে ২৩০ টাকা এবং সিঅ্যান্ডএফ কর্মচারীদের ফি ১০ টাকা থেকে বাড়িয়ে ১১৫ টাকা করায় গত শনিবার থেকে বন্দরে অচলাবস্থা সৃষ্টি হয়। প্রতিবাদে ট্রেইলার, ট্রাক ও কাভার্ডভ্যান মালিক-শ্রমিকরা গাড়ি চলাচল বন্ধ রাখেন এবং সিঅ্যান্ডএফ কর্মচারীরা চার ঘণ্টার কর্মবিরতি পালন করে আসছিলেন।

সিঅ্যান্ডএফ এজেন্ট এমপ্লয়িজ ইউনিয়নের ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মোবারক আলী বলেন, “আমাদের দাবি মেনে নেওয়ায় রোববার রাতেই কর্মসূচি প্রত্যাহার করেছি।”

চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সমুদ্রবন্দর হওয়ায় এই অচলাবস্থা আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় প্রভাব ফেলতে শুরু করেছিল। তবে সময়মতো সিদ্ধান্ত নেওয়ায় বড় ধরনের সংকট এড়ানো সম্ভব হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

১০৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন