সর্বশেষ

খেলা

আর্জেন্টিনাকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপ চ্যাম্পিয়ন মরক্কো

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ২০ অক্টোবর, ২০২৫ ২:১০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বিশ্ব ফুটবলে নতুন ইতিহাস লিখল মরক্কো। চিলির সান্তিয়াগোতে অনুষ্ঠিত ২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে লাতিন আমেরিকার পরাশক্তি আর্জেন্টিনাকে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা ঘরে তুলেছে আফ্রিকার দেশটি।

সান্তিয়াগোর এস্তাদিও ন্যাসিওনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত এই মেগা ফাইনালে মরক্কোর নায়ক হয়ে ওঠেন ইয়াসির জাবিরি। তার জোড়া গোলেই ছিটকে যায় সাতবারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ও কৌশলগত ফুটবল উপহার দেয় মরক্কো। ম্যাচের ১২ মিনিটে ডান দিক থেকে কাটা ড্রাইভে গোল করে দলকে এগিয়ে দেন ইয়াসির জাবিরি। এরপর ২৯ মিনিটে আরও এক নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন এই উইঙ্গার।

দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়াতে মরিয়া আর্জেন্টিনা বল দখলে রাখে ৭৬% সময় এবং নেয় ২০টি শট, তবে মরক্কোর জমাট রক্ষণভাগের কাছে বারবার ব্যর্থ হয় দিয়েগো প্লাসেন্তের শিষ্যরা। পুরো টুর্নামেন্টে প্রথমবারের মতো পিছিয়ে পড়েই ম্যাচ হারে আর্জেন্টিনা, যারা আগের ছয়টি ম্যাচেই জয় তুলে নিয়ে ফাইনালে উঠেছিল।

এই শিরোপা মরক্কোর ফুটবল ইতিহাসে এক মাইলফলক। আফ্রিকার দ্বিতীয় দেশ হিসেবে—২০০৯ সালের ঘানার পর—এই প্রতিযোগিতায় শিরোপা জিতল তারা। একই সঙ্গে প্রায় ২০ বছর পর (শেষ অংশগ্রহণ ২০০৫) অনূর্ধ্ব-২০ বিশ্বকাপে ফিরে একেবারে চূড়ায় উঠে চমকে দিল ফুটবল বিশ্বকে।

অন্যদিকে, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে কলম্বিয়া।

১০৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন