সর্বশেষ

জাতীয়

বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ আগুন, আহত ১৫ আনসার সদস্য

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ১:০৯ অপরাহ্ন

শেয়ার করুন:
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) ১৫ সদস্য আহত হয়েছেন।

আহতদের মধ্যে আটজনকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) এবং বাকি সাতজনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে আনসার ও ভিডিপির গণসংযোগ কর্মকর্তা মো. আশিকুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনসার ও ভিডিপির এক হাজার সদস্য কাজ করছেন।

আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস দুপুর আড়াইটার দিকে। শুরুতে চারটি ইউনিট কাজ শুরু করলেও পরে পর্যায়ক্রমে মোট ৩৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে অংশ নেয়। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম জানান, ঘটনাস্থলে দ্রুত গিয়ে আগুন নেভাতে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো।

এছাড়াও বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন, সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরাও অগ্নি নিয়ন্ত্রণ কার্যক্রমে অংশ নিচ্ছেন।

এখনও পর্যন্ত আগুনের সূত্রপাতের কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

১২২ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন