ঢাকা বিমানবন্দরে আগুন: উদ্ধার কাজে বিমান নৌ সেনাবাহিনী বিজিবি

শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ১১:২০ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ঢাকা বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনা মোকাবিলায় বিমানবাহিনী, নৌবাহিনী, সেনাবাহিনী, বিজিবি ও ফায়ার সার্ভিসের অসংখ্য সদস্য কাজ করছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরের দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের ৮ নম্বর গেটের কাছাকাছি এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের মোট ৩২টি ইউনিট, বাংলাদেশ বিমানবাহিনীর দু’টি ফায়ার ইউনিট, নৌবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে। পাশাপাশি, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ২ প্লাটুন সদস্য উদ্ধার কাজের জন্য সাহায্যে এগিয়ে এসেছে।
ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, ঘটনাস্থলে মোট ৩৬টি ইউনিট বিভিন্ন স্টেশন থেকে পাঠানো হয়েছে। বর্তমানে, ২৫টি ইউনিট সক্রিয়ভাবে আগুন নিভানোর কাজ চালিয়ে যাচ্ছে। বাংলাদেশ নৌবাহিনী ও বিমানবাহিনীর ফায়ার ইউনিটেরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
প্রাথমিকভাবে জানা যায়, এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় দুপুর সোয়া ২টায়। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস, বিমানবাহিনী ও সংশ্লিষ্ট অন্যান্য সংস্থা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ শুরু করে। এই ঘটনার কারণে সাময়িকভাবে বিমানবন্দরে ফ্লাইট চলাচল বন্ধ রাখা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, বিমানবাহিনীর দুটি ফায়ার ইউনিট এই পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে। বিমানবন্দরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, পার্কিং স্ট্যান্ড ১৪-এর কাছে কার্গো কমপ্লেক্সের কাছে আগুন লাগে। সব বিমান নিরাপদ রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অগ্নিনির্বাপকেরা সক্রিয়ভাবে কাজ করছে।
১৩৩ বার পড়া হয়েছে