কুমারখালীতে ‘গেমপ্লিফাই’র উদ্যোগে ব্যতিক্রমী কুইজ প্রতিযোগীতা

শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ৮:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কুষ্টিয়ার কুমারখালীতে প্রাথমিক থেকে কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে খেলাধুলা বিষয়ক ব্যতিক্রমী অনলাইন কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার আবুল হোসেন তরুন অডিটোরিয়ামে ক্রীড়াপ্রেমীদের সামাজিক যোগাযোগ মাধ্যম Gameplify Xyz- বাংলাদেশ এর আয়োজনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগীতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন কুষ্টিয়ার কৃতিসন্তান ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ তাতঁ বোর্ডের কুমারখালী শাখার এজিএম মেহেদী হাসান, লেখক, নাট্যকার ও সাহিত্যিক লিটন আব্বাস, ফ্যামিলি কেয়ার হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক সুজয় চাকী প্রমুখ।
কুইজ প্রতিযোগীতায় স্কুল ও কলেজ পর্যায়ের সর্বকনিষ্ঠ প্রতিযোগী হিসেবে সার্টিফিকেট ও পুরস্কার অর্জন করে অভেদানন্দ সরকারী প্রথামিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাজন্য চাকী রাজ্য।
আয়োজকেরা জানান, শিক্ষার্থীরা Gameplify Xyz-এর ওয়েব সাইটে প্রবেশ করে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনলাইন কুইজে অংশ গ্রহণ করেন। পরে শিক্ষার্থীদের প্রাপ্ত পয়েন্ট অনুযায়ী ধাপে ধাপে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হয়। ক্রীড়াপ্রেমি শিক্ষার্থীরা চাইলেই ওয়েব সাইট বা মোবাইল অ্যাপস ব্যবহার করে বিনামূল্যে রেজিস্ট্রেশনের মাধ্যমে অনলাইন প্রতিযোগীতায় অংশগ্রহণ করতে পারবেন।
৫২৬ বার পড়া হয়েছে