তৃতীয় বিশ্বযুদ্ধের শঙ্কায় খাদ্য মজুত সুইডেনের, প্রশিক্ষণে ব্যস্ত ফিনল্যান্ড

শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ৪:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ইউক্রেনে রুশ বাহিনীর অগ্রযাত্রা ও বৈশ্বিক উত্তেজনার প্রেক্ষাপটে সম্ভাব্য যুদ্ধকালীন প্রস্তুতির অংশ হিসেবে দেশজুড়ে খাদ্য মজুতের ঘোষণা দিয়েছে সুইডেন সরকার।
দেশটির কৃষি মন্ত্রণালয়ের অধীন সংস্থা বোর্ড অব এগ্রিকালচার এক বিবৃতিতে জানিয়েছে, বর্তমান ভূরাজনৈতিক পরিস্থিতিতে তৃতীয় বিশ্বযুদ্ধের মতো বড় সংঘাত শুরু হয়ে যেতে পারে— এমন ঝুঁকি অস্বীকার করা যাচ্ছে না।
বিবৃতিতে বলা হয়, "বিশ্ব রাজনীতির অস্থিতিশীল পরিস্থিতির কারণে বড় ধরনের সংঘাতের সম্ভাবনা বাড়ছে। এমন পরিস্থিতিতে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার শস্য ও অন্যান্য খাদ্য উপাদান মজুতের সিদ্ধান্ত নিয়েছে।"
এ লক্ষ্যে সরকার ৫ কোটি ৭০ লাখ মার্কিন ডলার বাজেট বরাদ্দ দিয়েছে। ২০২৬ সাল থেকে ২০২৮ সালের মধ্যে দেশজুড়ে আধুনিক খাদ্য গুদাম নির্মাণ করা হবে। গুদামগুলোতে এমনভাবে খাদ্য সংরক্ষণ করা হবে যাতে যুদ্ধ পরিস্থিতিতেও প্রতিটি নাগরিক প্রতিদিন অন্তত ৩,০০০ ক্যালরি খাদ্য পেতে পারেন।
সুইডেনের পাশাপাশি প্রতিবেশী ফিনল্যান্ডও যুদ্ধকালীন প্রস্তুতি জোরদার করছে। দেশটির সরকার আগামী মাস থেকেই নাগরিকদের যুদ্ধকালীন সময়ে জীবনযাপন ও কার্যক্রম পরিচালনার বিষয়ে প্রশিক্ষণ কর্মসূচি শুরু করার ঘোষণা দিয়েছে।
অন্যদিকে, পশ্চিমা বিশ্বের এমন উদ্যোগকে কটাক্ষ করেছে রাশিয়া। প্রেসিডেন্ট পুতিনের কার্যালয় ক্রেমলিনের একজন কর্মকর্তা রুশ সংবাদমাধ্যম আরটি-কে বলেন, “রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা দেশগুলো অকারণে আতঙ্ক ছড়াচ্ছে। সুইডেন ও ফিনল্যান্ডের এমন প্রস্তুতিও সেই রুশবিরোধী হিস্টিরিয়ার অংশ।”
বিশ্লেষকরা বলছেন, ইউরোপজুড়ে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে, বিশেষ করে ইউক্রেন যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায়। তবে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কা কতটা বাস্তবসম্মত, তা নিয়ে বিতর্ক চলছে আন্তর্জাতিক মহলে।
১১২ বার পড়া হয়েছে