আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত ৪০, আহত অন্তত ১৭০

শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫ ৩:৫৭ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে ভয়াবহ বিমান হামলা চালিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী।
হামলায় অন্তত ৪০ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও অন্তত ১৭০ জন। হতাহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা উল্লেখযোগ্য বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
স্পিন বোলদাক শহরটি আফগানিস্তান-পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় অবস্থিত। শহরের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগা আফগান সংবাদমাধ্যম তোলো নিউজকে জানান, নিহতদের সবাই বেসামরিক নাগরিক, যাদের একটি বড় অংশই নারী ও শিশু।
গত ১১ থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সীমান্ত এলাকায় টানা সংঘর্ষ চলার পর ১৫ অক্টোবর থেকে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল আফগান ও পাকিস্তানি বাহিনী। তবে, ১৭ অক্টোবর শুক্রবার স্থানীয় সময় দুপুর ১টার দিকে সেই যুদ্ধবিরতির সময়সীমা শেষ হতেই কয়েক ঘণ্টার মধ্যে এ হামলা চালায় পাকিস্তান।
হামলার শিকার হাজি বাহরাম তোলো বলেন, “আমি জীবনে কখনো এমন অবিচার দেখিনি। একটি মুসলিমপ্রধান দেশ হয়ে পাকিস্তান যেভাবে আমাদের নারী, শিশু ও সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে, তা চরম নিন্দনীয়।”
হামলায় নিহতদের মরদেহ স্পিন বোলদাক জেলার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। জানাজা ও দাফনে অংশ নেন শত শত শোকাহত স্থানীয় বাসিন্দা।
আফগান সরকার এ হামলার নিন্দা জানিয়েছে এবং এর বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে পাকিস্তানের পক্ষ থেকে এ বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
১৩১ বার পড়া হয়েছে