সর্বশেষ

অর্থনীতি

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সর্বোচ্চ রাজস্ব অর্জন

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫ ৬:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সর্বোচ্চ রাজস্ব আদায় করেছে।

এনবিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলতি বছরের প্রথম প্রান্তিকে মোট আদায় দাঁড়িয়েছে ৯০ হাজার ৮২৫ কোটি টাকায়, যা কোনো পূর্ববর্তী অর্থবছরের প্রথম তিন মাসের আদায়ের রেকর্ড ভাঙেছে।

গত অর্থবছরের একই সময়ে এনবিআর ৭৫ হাজার ৫৫৫ কোটি টাকা রাজস্ব আদায় করেছিল, যা গত বছর থেকে প্রায় ১৫ হাজার ২৭০ কোটি টাকা বেশি। এ হিসাবে প্রবৃদ্ধির হার ২০.২১ শতাংশ।

স্থানীয় পর্যায়ের মুসক (মূসক) খাত থেকে এই তিন মাসে ৩৪ হাজার ৮১৯ কোটি টাকা রাজস্ব সংগ্রহ করা হয়েছে, যা আগের বছরের একই সময়ে আদায়ের থেকে ২৯.৭৪ শতাংশ বেশি। গত তিন বছর মুসক খাত থেকে আদায়ের পরিমাণ যথাক্রমে ছিল ২৬ হাজার ৮৩৮ কোটি, ২৮ হাজার ৪৪৫ কোটি ও ২৪ হাজার ৫৪৭ কোটি টাকা।

আয়কর ও ভ্রমণ কর খাতে চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় হয়েছে ২৮ হাজার ৪৭৮ কোটি টাকা, যা গত বছরের তুলনায় ১৮.২৬ শতাংশ বেশি। আমদানি ও রপ্তানি খাতে রাজস্ব আদায় হয়েছে ২৭ হাজার ৫২৮ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১১.৭৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

এনবিআর সূত্রে জানা গেছে, আয়কর-ভ্রমণ কর, স্থানীয় মুসক এবং আমদানি-রপ্তানি খাতের প্রত্যেকটিতেই নতুন রেকর্ড স্থাপন হয়েছে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
অর্থনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন