সর্বশেষ

জাতীয়

শিগগিরই জাতীয় বেতন স্কেল, শিক্ষকদের দাবি নিয়ে আশাবাদী শিক্ষা সচিব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ ৯:০১ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শিগগিরই জাতীয় বেতন স্কেল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষা সচিব রেহানা পারভীন। নতুন বেতন কাঠামো বাস্তবায়নের মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতাসহ অন্যান্য আর্থিক দাবি পূরণের পথ সুগম হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন শিক্ষা সচিব।

বর্তমানে এমপিওভুক্ত শিক্ষকরা বাড়িভাড়া ভাতা বাড়ানোর দাবিতে আন্দোলন করছেন। এ বিষয়ে রেহানা পারভীন বলেন, “শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা অর্থ মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি। অর্থ উপদেষ্টা ও সচিব বর্তমানে দেশের বাইরে থাকলেও, আমরা প্রতিনিয়ত এ বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছি। আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে। “আমরা ইতোমধ্যে আলোচনায় বসার উদ্যোগ নিয়েছি। আলোচনার মাধ্যমেই একটি যৌক্তিক সমাধান আসবে বলে আশা করছি। বর্তমান পরিস্থিতিতে ‘লামছাম বরাদ্দ’ থেকে একটি নির্দিষ্ট শতাংশ বরাদ্দ দেওয়ার চিন্তাও করা হচ্ছে, যা এই সমস্যার একটি উত্তরণ হতে পারে,” বলেন শিক্ষা সচিব।

তিনি আরও বলেন, “ইনশাআল্লাহ, খুব শিগগিরই জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন হবে। এতে করে শিক্ষকদের আর্থিক দাবির বিষয়ে ইতিবাচক অগ্রগতি হবে। সকলের সহযোগিতায় আমরা একটি টেকসই সমাধানে পৌঁছাতে পারব বলে বিশ্বাস করি।”

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন