মৃত্যুদণ্ডে পরিবর্তনের ইঙ্গিত সুপ্রিম কোর্টের, মানবিক পদ্ধতির পরামর্শ

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ ৭:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভারতে মৃত্যুদণ্ড কার্যকর করার বর্তমান পদ্ধতি 'ফাঁসি' নিয়ে প্রশ্ন তুলেছে সুপ্রিম কোর্ট। আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে, সময়ের সঙ্গে পরিস্থিতির বদল ঘটলেও সরকার এখনো ফাঁসি ছাড়া অন্য কোনো বিকল্প বিবেচনায় আনতে প্রস্তুত নয়।
বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চে শুনানি চলাকালীন এক জনস্বার্থ মামলায় এমন মন্তব্য উঠে আসে। মামলাটি দায়ের করেছেন আইনজীবী ঋষি মালহোত্রা, যিনি মৃত্যুদণ্ড কার্যকরের বিকল্প হিসেবে প্রাণঘাতী ইনজেকশন, গ্যাস চেম্বার, ফায়ারিং স্কোয়াড বা বিদ্যুৎস্পৃষ্ট করার মতো তুলনামূলকভাবে কম যন্ত্রণাদায়ক পদ্ধতির প্রস্তাব দিয়েছেন।
আবেদনে বলা হয়, ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকর করা অত্যন্ত যন্ত্রণাদায়ক ও অমানবিক। কখনও কখনও মৃত্যুর জন্য ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগে, যা সংবিধানের ২১ অনুচ্ছেদ অনুযায়ী ‘জীবনের মর্যাদা’র পরিপন্থী।
আইনজীবী মালহোত্রার মতে, প্রাণঘাতী ইনজেকশন হলো সবচেয়ে মানবিক ও দ্রুত কার্যকর একটি পদ্ধতি, যা যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের মধ্যে ৪৯টিতেই চালু রয়েছে। তিনি দাবি করেন, দণ্ডপ্রাপ্ত আসামিকে নিজের মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি বেছে নেওয়ার সুযোগ দেওয়া উচিত।
কেন্দ্রীয় সরকারের পক্ষে সিনিয়র অ্যাডভোকেট সোনিয়া মাথুর জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া আদালতের নয়, বরং সরকারের নীতিগত ব্যাপার। যদিও তিনি জানান, ২০২৩ সালে অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি জানিয়েছিলেন, বিষয়টি খতিয়ে দেখার জন্য সরকার একটি কমিটি গঠনের কথা ভাবছে।
আদালত সরকারের এই উদ্যোগের অগ্রগতি জানতে চেয়েছে এবং আগামী ১১ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেছে।
১২৮ বার পড়া হয়েছে