আর্জেন্টিনা যুব দল ফাইনালে, মরক্কোর মুখোমুখি রোববার

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ ৫:১৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
বড়দের দেখানো পথেই এগোচ্ছে আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দল। ২০২৫ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল পরাশক্তি আর্জেন্টিনা।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে অনুষ্ঠিত সেমিফাইনালে লড়াকু এক ম্যাচে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে তারা। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি এসেছে ইন্টার মিয়ামির তরুণ ফরোয়ার্ড মাতেও সিলভেত্তির পা থেকে।
ম্যাচের প্রথমার্ধ ছিল উত্তেজনাপূর্ণ হলেও গোলশূন্য। তবে দ্বিতীয়ার্ধে ম্যাচের ৭২তম মিনিটে বক্সের মধ্যে বল পেয়ে ডান পায়ের নিখুঁত শটে গোল করেন সিলভেত্তি। গোল হজমের পর আরও বিপদে পড়ে কলম্বিয়া—৭৯ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন জন রেনটেরিয়া, ফলে দশজনের দলে পরিণত হয় তারা। যদিও এরপর আর গোল হয়নি, জয় নিয়েই মাঠ ছাড়ে আর্জেন্টিনা।
বল দখলে সামান্য এগিয়ে থাকলেও কলম্বিয়া কাঙ্ক্ষিত ফল আদায় করে নিতে পারেনি। পুরো ম্যাচে আর্জেন্টিনা নেয় ৫টি শট, কলম্বিয়া নেয় ৪টি।
রোববার ফাইনালে আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে মরক্কো। সেমিফাইনালের অন্য ম্যাচে ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছে আফ্রিকান দেশটি।
১১৯ বার পড়া হয়েছে