এইচএসসি পরীক্ষার ফলাফল জানা যাবে তিনভাবে

বৃহস্পতিবার , ১৬ অক্টোবর, ২০২৫ ৪:২৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) প্রকাশ করা হবে।
আজ সকাল ১০টায় এইচএসসির ফলাফল দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, সংশ্লিষ্ট সব পরীক্ষাকেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান ও এসএমএসের মাধ্যমে প্রকাশ করা হয়। গত মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ফলাফল জানার তিনটি মাধ্যম
১. অনলাইন (ওয়েবসাইট):
প্রত্যেক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটের 'Result' কর্নারে গিয়ে বোর্ড, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও EIIN নম্বর দিয়ে ফলাফল জানা যাবে। শিক্ষা প্রতিষ্ঠানের ফলাফল EIIN নম্বর ব্যবহার করে একসঙ্গে ডাউনলোড করা যাবে।
২. এসএমএস:
যেকোনো মোবাইল অপারেটর থেকে HSC<space>বোর্ডের প্রথম তিন অক্ষর<space>রোল নম্বর<space>২০২৫ লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।
উদাহরণ: HSC DHA 123456 2025 পাঠিয়ে ফলাফল জানা যাবে।
৩. শিক্ষাপ্রতিষ্ঠান:
প্রত্যেক শিক্ষার্থী তার নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফলাফল সংগ্রহ করতে পারবে।
শিক্ষা বোর্ড বা শিক্ষা মন্ত্রণালয় থেকে সরাসরি ফলাফল পাওয়া যাবে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
১০৭ বার পড়া হয়েছে