সর্বশেষ

খেলা

টেস্ট চ্যাম্পিয়নশিপে পাকিস্তানের কাছে হেরে যাত্রা শুরু দক্ষিণ আফ্রিকার

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫ ১২:৩৭ অপরাহ্ন

শেয়ার করুন:
টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রে দুর্দান্ত সূচনা করল পাকিস্তান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম টেস্টে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়েছে শান মাসুদের দল।

এ জয়ের মাধ্যমে চক্রের শুরুটা জয়ে রাঙাল পাকিস্তান, অন্যদিকে হার দিয়ে শুরু করতে হলো এইডেন মার্করামের নেতৃত্বাধীন দক্ষিণ আফ্রিকাকে।

প্রথম ইনিংসে টস জিতে ব্যাট করতে নামে পাকিস্তান। ইমাম-উল-হক, শান মাসুদ, মোহাম্মদ রিজওয়ান ও সালমান আঘা—চারজনই অর্ধশতক তুলে নেন। ইমাম ও সালমান দুজনেই করেন ৯৩ রান করে। অধিনায়ক শান মাসুদের ব্যাটে আসে ৭৬ রান, উইকেটরক্ষক রিজওয়ান করেন ৭৫। পাকিস্তান ১১০.৪ ওভারে তোলে ৩৭৮ রান।

দক্ষিণ আফ্রিকার হয়ে একাই লড়েন বাঁহাতি স্পিনার সিনুরান মুত্তুস্বামী। ৩২ ওভারে ১১৭ রান দিয়ে তুলে নেন ৬টি উইকেট। সঙ্গে ছিলেন ডেবিউ করা স্পিনার সুব্রায়েন, যিনি ২ উইকেট দখল করেন।

জবাবে দক্ষিণ আফ্রিকা তাদের প্রথম ইনিংসে গুটিয়ে যায় ২৬৯ রানে। টনি ডি জর্জি ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেললেও, বাকিরা বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। ওপেনার রায়ান রিকেলটন ৭১ রান করেন। তবে ১৯২ রানে চতুর্থ উইকেট হারানোর পর থেকে প্রোটিয়ারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। পাকিস্তানের বাঁহাতি স্পিনার নোমান আলী ১১২ রান দিয়ে তুলে নেন ৬টি উইকেট। সাজিদ খান নেন ৩টি।

দ্বিতীয় ইনিংসে পাকিস্তানের ব্যাটিং ছিল অনেকটাই ব্যাকফুটে। দক্ষিণ আফ্রিকার স্পিন-দ্বয় মুত্তুস্বামী ও হার্মার মিলেই ধসিয়ে দেন স্বাগতিকদের। মুত্তুস্বামীর ৫ ও হার্মারের ৪ উইকেটে পাকিস্তান অলআউট হয়ে যায় মাত্র ১৬৭ রানে। বাবর আজম (৪২), আব্দুল্লাহ শফিক (৪১) ও সৌদ শাকিল (৩৮) কিছুটা প্রতিরোধ গড়লেও লিড বাড়িয়ে নিতে পারেনি দলটি। দক্ষিণ আফ্রিকার সামনে লক্ষ্য দাঁড়ায় ২৭৭ রান।

শেষ ইনিংসে পাকিস্তানের বোলারদের সামনে আর দাঁড়াতেই পারেনি দক্ষিণ আফ্রিকা। শাহিন শাহ আফ্রিদি ও নোমান আলী ৪টি করে উইকেট তুলে নেন। সাজিদ খান শিকার করেন বাকি ২ উইকেট। মাত্র ১৮৩ রানেই শেষ হয় প্রোটিয়াদের ইনিংস। ডেওয়াল্ড ব্রেভিস ৫৪ ও রিকেলটন ৪৫ রান করেন।

এই জয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ ১২ পয়েন্ট অর্জন করল পাকিস্তান। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে করাচিতে, আগামী সপ্তাহে।

১৪০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন