নিরপেক্ষ নির্বাচনের দাবিতে নড়াইলে জামায়াতের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৭:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
আগামী ফেব্রুয়ারিতে নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নড়াইল জেলা শাখা।
রবিবার দুপুরে নড়াইল শহরের পুরাতন বাসটার্মিনালের মুক্তমঞ্চে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির আতাউর রহমান বাচ্চু। তিনি বলেন, “জুলাই জাতীয় সনদের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনই দেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনে কার্যকর ভূমিকা রাখতে পারে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে এবং গণতন্ত্র পুনরুদ্ধারে দ্রুত নির্বাচনের তফসিল ঘোষণা করা প্রয়োজন।”
সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা জেলা প্রশাসকের কার্যালয়ের দিকে রওনা হন। পরে জেলা প্রশাসকের কাছে ৫ দফা দাবিসহ একটি স্মারকলিপি প্রদান করা হয়।
জামায়াতের পাঁচ দফা দাবি হলো:
১. জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে সরকারি আদেশ জারি ও উক্ত আদেশের ওপর গণভোট আয়োজন।
২. জাতীয় সংসদের উভয় কক্ষে প্রতিপক্ষ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি চালু।
৩. সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আয়োজন।
৪. পূর্ববর্তী সরকারের সময়ে সংঘটিত নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার কার্যকরভাবে নিশ্চিত করা।
৫. স্বৈরাচারী সরকারের সহযোগী হিসেবে বিবেচিত জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
জামায়াত নেতারা জানান, দেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনতে এবং জনগণের স্বার্থ রক্ষায় এসব দাবি বাস্তবায়ন অত্যন্ত জরুরি।
১০৫ বার পড়া হয়েছে