সর্বশেষ

শিক্ষা

শিক্ষকদের লাগাতার কর্মবিরতি : বাড়িভাড়া ও ভাতার দাবি

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫ ৬:৫৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মূল বেতনের ২০ শতাংশ হারে বাড়িভাড়া ও অন্যান্য ভাতা বৃদ্ধির দাবিতে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন।

‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট’-এর ব্যানারে এই কর্মসূচি চলছে।

শিক্ষক-কর্মচারীরা জানিয়েছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তাদের মূল দাবি—

বাড়িভাড়া ভাতা মূল বেতনের ২০ শতাংশ, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা, কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশে উন্নীত করা।

 

এর আগে রোববার (১২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান শুরু করলে দুপুরে পুলিশের অনুরোধে শহীদ মিনারে স্থান পরিবর্তন করেন আন্দোলনকারীরা। তবে একাংশ প্রেস ক্লাব এলাকায় থেকে যায়। দুপুর ১টা ৫৫ মিনিটে পুলিশ সেখান থেকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে গেলে সংঘর্ষ বাধে। পুলিশ লাঠিপেটা ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে। ঘটনাস্থলে জলকামানও আনা হয়। আন্দোলনকারীরা এই ঘটনায় ‘পুলিশি হামলা’ হয়েছে বলে দাবি করছেন।

এ ঘটনার প্রতিবাদে সোমবার (১৩ অক্টোবর) থেকে সারা দেশে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ‘লাগাতার কর্মবিরতি’ ঘোষণা করা হয়। যদিও দেশের সব প্রতিষ্ঠানে একযোগে কর্মবিরতি পালিত হচ্ছে না।

ঢাকার বেশিরভাগ প্রতিষ্ঠানে এখনো ক্লাস চালু রয়েছে। রাজধানীর বাসাবোর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে স্বাভাবিকভাবে পাঠদান চলছে বলে জানা গেছে।
অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়ার কসবা, চট্টগ্রামের রাউজান, ঝিনাইদহের শৈলকূপা এবং কিশোরগঞ্জের ভৈরবের কয়েকটি প্রতিষ্ঠানে কর্মবিরতি পালনের খবর পাওয়া গেছে।

জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজী জানিয়েছেন, “আমাদের তথ্য মতে, ৯০ শতাংশ শিক্ষা প্রতিষ্ঠান কর্মবিরতি পালন করছে। কিছু ব্যতিক্রম থাকলেও সার্বিকভাবে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।”

উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর সরকার বাড়িভাড়া ভাতা ৫০০ টাকা বাড়ানোর ঘোষণা দেয়। ৫ অক্টোবর তা প্রকাশ পেলে শিক্ষকরা তা প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দেন। পরদিন শিক্ষা মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা ২,০০০ থেকে ৩,০০০ টাকায় উন্নীত করার প্রস্তাব অর্থ বিভাগে পাঠায়। তবে সেটির বাস্তবায়ন না হওয়ায় আন্দোলন চলছে।

বর্তমানে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা জাতীয় বেতন স্কেল অনুযায়ী বেতন পাচ্ছেন। চিকিৎসা ভাতা মাসে ৫০০ টাকা এবং বাড়িভাড়া ভাতা ১,৫০০ টাকা (সাম্প্রতিক বাড়ানোর পর) হলেও শিক্ষকরা এটিকে অপ্রতুল মনে করছেন। উৎসব ভাতা আগে বছরে দুইবার ২৫ শতাংশ হারে থাকলেও বর্তমানে তা ৫০ শতাংশ করা হয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
শিক্ষা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন