টেনেসিতে বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিখোঁজ ১৯

শনিবার, ১১ অক্টোবর, ২০২৫ ১০:০৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
টেনেসি অঙ্গরাজ্যের বাকসনোর্ট শহরের একটি বিস্ফোরক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯ জন নিখোঁজ রয়েছেন এবং আশঙ্কা করা হচ্ছে, তারা সবাই প্রাণ হারিয়েছেন।
ঘটনাটি ঘটে স্থানীয় সময় শুক্রবার (১০ অক্টোবর) সকালে, ‘অ্যাকুরেট এনার্জিটিক সিস্টেম’ নামের একটি কোম্পানির কারখানায়। বিস্ফোরণের ফলে কারখানার ১৩০০ একর জুড়ে বিস্তৃত একটি ভবন সম্পূর্ণভাবে ধসে পড়ে। এতটাই শক্তিশালী ছিল বিস্ফোরণটি যে, কয়েক মাইল দূরেও তা অনুভূত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
হাম্পফ্রিস কাউন্টির আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য ক্রিস ডেভিস বলেন, "বলার মতো কিছুই নেই, এটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।" তিনি আরও জানান, এতে একাধিক প্রাণহানি ঘটেছে, তবে সুনির্দিষ্ট সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।
উদ্ধারকাজে ধীরগতি দেখা গেছে, কারণ বিস্ফোরণের পরেও বিস্ফোরক পদার্থে ভরা এলাকা হওয়ায় উদ্ধারকারীরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে যেতে সাহস করেননি। সম্ভাব্য দ্বিতীয় বিস্ফোরণের আশঙ্কা থেকে তারা শুরুতে অপেক্ষা করেন।
‘অ্যাকুরেট এনার্জিটিক সিস্টেম’ মূলত যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী, অ্যারোস্পেস শিল্প এবং ভবন ভাঙার কাজে ব্যবহৃত বিস্ফোরক সরবরাহ করে থাকে। তাদের সরবরাহকৃত বিস্ফোরক বিদেশি সামরিক সংস্থারাও ব্যবহার করে থাকে বলে কোম্পানির ওয়েবসাইটে উল্লেখ রয়েছে।
প্রতিষ্ঠানটির কারখানা ও অফিস নাসভিল শহরের দক্ষিণ-পূর্বে প্রায় ৯৭ কিলোমিটার দূরের বনাঞ্চল ঘেরা পাহাড়ি এলাকায় অবস্থিত। কারখানা চত্বরে মোট আটটি ভবন ছিল। সরকারি নথি অনুযায়ী, এই কোম্পানিটি বিস্ফোরক ও অস্ত্র তৈরিতে একাধিক পুরনো সামরিক চুক্তির আওতায় কাজ করছিল।
এ ঘটনার পর স্থানীয় প্রশাসন ও ফেডারেল তদন্ত সংস্থা বিস্ফোরণের কারণ অনুসন্ধানে কাজ শুরু করেছে।
১০৫ বার পড়া হয়েছে