সর্বশেষ

জাতীয়

বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বৃহস্পতিবার , ২ অক্টোবর, ২০২৫ ২:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
দুর্গাপূজা শেষের পর ঢাকায় আজ বৃহস্পতিবার রাজধানীর সদরঘাটে বুড়িগঙ্গা নদীর প্রধান বিসর্জন ঘাটে বিকেল ৩টা ৪০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৭টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে।

আরও বেশ কয়েকটি প্রতিমা বিসর্জনের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

বিসর্জন ঘিরে সদরঘাটসহ নির্ধারিত ঘাটগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন রয়েছে পুলিশ, র‍্যাব, সেনাবাহিনী, নৌ-পুলিশ, বোম্ব ডিসপোজাল ইউনিট ও সোয়াটসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে নেয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা।

এ বছর রাজধানী ঢাকার ২৫৪টি পূজামণ্ডপের প্রতিমা বিসর্জনের জন্য নির্ধারণ করা হয়েছে ১০টি ঘাট। ঘাটগুলো হলো: বিনা স্মৃতি স্নান ঘাট, ওয়াইজ ঘাট, নবাববাড়ি ঘাট, লালকুঠি ঘাট, তুরাগের ধউর ঘাট, মিল ব্যারাক ঘাট, পোস্তগোলা শ্মশান ঘাট, আমিনবাজার ব্রিজ ঘাট, বসিলা ব্রিজ ঘাট এবং বালু নদের কয়েতপাড়া ঘাট।

সবচেয়ে বেশি বিসর্জন অনুষ্ঠিত হচ্ছে বিনা স্মৃতি স্নান ঘাট, ওয়াইজ ঘাট ও নবাববাড়ি ঘাটে। এসব ঘাটে সকাল থেকেই সনাতন ধর্মাবলম্বীদের ভিড় লক্ষ করা গেছে। ভক্তি, আবেগ আর উৎসবমুখর পরিবেশে চলছে প্রতিমা বিসর্জনের কার্যক্রম।

পূজামণ্ডপ কমিটি, স্থানীয় প্রশাসন ও স্বেচ্ছাসেবকেরা ঘাটগুলোতে সুশৃঙ্খলভাবে বিসর্জন নিশ্চিত করতে একযোগে কাজ করে যাচ্ছেন।

১২৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন