বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি পরিচালক আসিফ ও আহসান নির্বাচিত

বুধবার, ১ অক্টোবর, ২০২৫ ১১:৪৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চট্টগ্রাম বিভাগ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনে পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সংগীতশিল্পী আসিফ আকবর ও ক্রীড়া সংগঠক আহসান ইকবাল চৌধুরী।
চট্টগ্রাম বিভাগ থেকে এই দুটি পদে লড়াইয়ের জন্য শুরুতে প্রার্থী ছিলেন চারজন—চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার আহসান ইকবাল চৌধুরী, চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার আসিফ আকবর এবং চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার মোহাম্মদ শওকত হোসেন।
তবে মনোনয়ন যাচাই-বাছাইয়ে চাঁদপুরের মোহাম্মদ শওকত হোসেনের মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় প্রতিদ্বন্দ্বিতায় রয়ে যান মাত্র তিনজন। ধারণা করা হচ্ছিল, এই তিনজনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। কিন্তু নাটকীয় মোড় নেয় মনোনয়ন প্রত্যাহারের দিন।
আজ (বুধবার) দুপুর ১২টার মধ্যে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন। এর ফলে বাকি দুই প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যান।
এই নির্বাচনকে ঘিরে আরও বড় চমক ছিল সাবেক অধিনায়ক তামিম ইকবালের সিদ্ধান্ত। বিএনপিপন্থি ক্রীড়া সংগঠকদের পক্ষ থেকে তিনিসহ মোট ১৬ জন প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেন। ফলে দেশের বিভিন্ন বিভাগে একাধিক পদেই প্রতিদ্বন্দ্বিতার প্রয়োজন পড়ছে না।
তামিমের সঙ্গে যারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন, তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম এবং রফিকুল ইসলাম বাবু।
১১৫ বার পড়া হয়েছে