সর্বশেষ

জাতীয়

শান্তিপূর্ণ নির্বাচন হওয়ার জন্য সহায়তা করবে ব্রিটিশ হাইকমিশনার

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৮:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, বাংলাদেশে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যুক্তরাজ্য সকল ধরনের সহায়তা প্রদান করতে আগ্রহী।

সোমবার নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠকের পর তিনি এই মন্তব্য করেন।

সারাহ কুক জানান, তাদের দেশের পক্ষ থেকে নির্বাচনকে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে পোলিং স্টাফদের প্রশিক্ষণ এবং ভোটার শিক্ষণ কার্যক্রমে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে। তিনি আরও বলেন, নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারিতে ভোট গ্রহণের জন্য সকল প্রস্তুতি যথাযথভাবে গ্রহণ করছে, যা তাদের দেশের পক্ষেও যথাযথভাবে সমর্থন করা হবে।

প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকের মাধ্যমে বিভিন্ন দেশের দূতরা বাংলাদেশের নির্বাচনের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে একযোগে কাজ করার পরিকল্পনা করছে বলে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন