সর্বশেষ

জাতীয়

দুর্গোৎসবের মূল পূজা শুরু, আজ মহাসপ্তমী

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৫:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর মধ্য দিয়ে শুরু হয়েছে।

ষষ্ঠী তিথিতে আমন্ত্রণ ও অধিবাসের পর আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) নবপত্রিকা প্রবেশ, স্থাপন ও সপ্তম্যাদি কল্পারম্ভের মাধ্যমে মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৯টা ৫৮ মিনিটের মধ্যেই দেবী দুর্গার নবপত্রিকা স্থাপন ও বিহিত পূজা সম্পন্ন হয়।

এই তিথি থেকেই দেবীর অন্নভোগ শুরু হয় এবং ধারণা করা হয়, আজই দেবী জাগ্রত হন। দশহাতে তিনি ধ্বংস করবেন অশুভ ও অমঙ্গল শক্তিকে। মন্ত্রোচ্চারণ, ধূপ ও আরতির মধ্য দিয়ে চলছে দেবী বন্দনা।

এবার দেবী আসছেন গজ বা হাতিতে চড়ে, যার অর্থ হিন্দু শাস্ত্রমতে, পৃথিবী ভরে উঠবে সুখ, শান্তি ও সমৃদ্ধিতে। তবে দেবী ফিরবেন দোলায় বা পালকিতে চড়ে, যা মহামারি, খরা, ভূমিকম্প কিংবা অতিমৃত্যুর আশঙ্কার ইঙ্গিত বহন করে।

আজ সকালে ‘নবপত্রিকা’ স্থাপনের মাধ্যমে পূজার মূল পর্যায়ের সূচনা হয়েছে। ‘নবপত্রিকা’ বলতে বোঝায় নয়টি উদ্ভিদের সমাহার— কলা (কদলী), কচু, হলুদ (হরিদ্রা), জয়ন্তী, বেল (বিল্ব), দাড়িম (দাড়িম্ব), অশোক, মান ও ধান। এগুলো একটি কলাগাছের সঙ্গে একত্র করে সাদা-লাল পাড়ের শাড়িতে বধূর আকৃতি দিয়ে সাজানো হয়, যাকে প্রচলিত ভাষায় বলা হয় ‘কলাবউ’। নবপত্রিকাকে দেবীর নয়টি রূপের প্রতীক হিসেবে পূজা করা হয়।

নবপত্রিকা প্রবেশের পর দর্পণে দেবীকে ‘মহাস্নান’ করানো হয়। এই আচার অনুযায়ী, প্রতিমার সামনে রাখা আয়নায় প্রতিফলিত দেবীপ্রতিবিম্বে বিশেষ উপাচারে স্নান করানো হয়।

রাজধানী ঢাকাসহ সারাদেশে উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা পালিত হচ্ছে। ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন ও মঠ, রমনা কালীমন্দির, আনন্দময়ী আশ্রম, পুরান ঢাকার শাঁখারীবাজার, তাঁতীবাজার, গুলশান-বনানী মণ্ডপসহ দেশের বিভিন্ন স্থানে পূজার আয়োজন করেছে সনাতন ধর্মাবলম্বীরা।

এবার ঢাকায় ২৫৯টি পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। প্রতিটি মণ্ডপে নেওয়া হয়েছে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা।

আগামীকাল মঙ্গলবার অনুষ্ঠিত হবে মহাঅষ্টমী এবং কুমারী পূজা। পূজার শেষ দিন, বিজয়া দশমীতে— অর্থাৎ বৃহস্পতিবার, প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এ শারদীয় দুর্গোৎসব।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন