এশিয়া কাপ জিতে মোদির খোঁচা মারা স্ট্যাটাস

সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫ ৩:২৩ পূর্বাহ্ন
শেয়ার করুন:
চার দশক পর এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী — ভারত ও পাকিস্তান।
রোববার রাতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের দেওয়া ১৪৭ রানের লক্ষ্য ১৯.৪ ওভারে ৬ উইকেট হাতে রেখে টপকে যায় সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন ভারতীয় দল। ভারত জিতে নেয় এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপ।
ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, "খেলার মাঠে অপারেশন সিঁদুর। ফলাফল একই - ভারত জিতেছে! অভিনন্দন আমাদের ক্রিকেটারদের।"
তার এই মন্তব্যে ইঙ্গিত পাওয়া যায় সাম্প্রতিক সীমান্ত সংঘাত ও ‘অপারেশন সিঁদুর’ প্রসঙ্গে, যেখানে কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে পাকিস্তানের বিরুদ্ধে একটি সামরিক অভিযান চালিয়েছিল ভারত। পাকিস্তানের দাবি অনুযায়ী, ওই অভিযানে ছয়টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছিল, যদিও ভারত সেই দাবি অস্বীকার করে।
এদিকে, ফাইনালে জয় উদযাপন করছে গোটা ভারত। রাজধানী দিল্লিসহ বিভিন্ন শহরে চলছে বিজয় মিছিল, বাজছে জাতীয়তাবাদী স্লোগান। কারণটাও স্পষ্ট — ৪১ বছর পর আবারও ভারত-পাকিস্তান মুখোমুখি হলো এশিয়া কাপের ফাইনালে, আর সেই ঐতিহাসিক লড়াইয়ে জয় ছিনিয়ে নিল ভারত।
১২৪ বার পড়া হয়েছে