সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে বর্ণহীন আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত

মো.আরিফ, বান্দরবান 
মো.আরিফ, বান্দরবান 

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৩৮ অপরাহ্ন

শেয়ার করুন:
বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে বান্দরবানে পালিত হয়েছে সীমিত পরিসরে ও বর্ণহীন এক আয়োজন।

শনিবার (২৭ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে এবং পার্বত্য জেলা পরিষদ ও বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের সহযোগিতায় এ দিবসটি উদযাপন করা হয়।


দিনটি উপলক্ষে সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের দক্ষিণ গেইট থেকে একটি র‌্যালি বের হয়ে উত্তর গেইট ঘুরে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর মেঘলা পর্যটন কেন্দ্রে অনুষ্ঠিত হয় 'সিঙ্গেল ইউজ প্লাস্টিক অপসারণ' শীর্ষক পরিচ্ছন্নতা কর্মসূচি, যা বাস্তবায়ন করে জেলা প্রশাসন ও বিডি ক্লিন।


তবে অনুষ্ঠানে দেখা গেছে, মেঘলা কর্তৃপক্ষ প্রথমেই একটি নির্দিষ্ট স্থানে নিজ উদ্যোগে ময়লা-আবর্জনা জমা করে। পরে সেই ময়লা অপসারণ করেই পরিচ্ছন্নতা কর্মসূচির কার্যক্রম সম্পন্ন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি। বিশেষ অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ বান্দরবান রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ হাসান ইকবাল চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব ও এস এম হাসান, বান্দরবান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরামণি, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু এবং হোটেল রিসোর্ট অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সিরাজুল ইসলাম।


দিনব্যাপী এই আয়োজনে ছিল না কোনো বিনোদনমূলক কার্যক্রম কিংবা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ। সাদামাটা আয়োজনের মধ্য দিয়েই শেষ হয় এবারের বিশ্ব পর্যটন দিবসের কার্যক্রম।

১১৬ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন