সর্বশেষ

ধর্ম

রোববার সরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি নতুন প্যাকেজ ঘোষণা

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৮:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
আগামী বছর হজ পালনের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি নতুন প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

বিমানের ভাড়া কিছুটা কমায় এ বছর হজের খরচও তুলনামূলকভাবে কম হতে পারে বলে জানিয়েছে মন্ত্রণালয় সূত্র।

রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সচিবালয়ে হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভায় অনুমোদন সাপেক্ষে হজ প্যাকেজ ঘোষণা করা হবে বলে নিশ্চিত করেছেন ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

চলতি বছর হজে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ছিল। এবার সেই সংখ্যা বাড়িয়ে তিনটি করা হচ্ছে। পাশাপাশি বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীদের জন্য একটি নির্ধারিত প্যাকেজ নির্ধারণ করে দেওয়া হবে। হজ এজেন্সিগুলো নির্ধারিত সীমার নিচে কোনো প্যাকেজ দিতে পারবে না।

প্যাকেজ তিনটির সংক্ষিপ্ত বিবরণ:
১. প্রিমিয়াম প্যাকেজ:
হারাম শরীফ থেকে ৫০০ থেকে ৭০০ মিটার দূরত্বে হোটেল সুবিধা থাকবে। এটি হবে সর্বোচ্চ মূল্যের প্যাকেজ।

মিড-রেঞ্জ প্যাকেজ:
হারাম শরীফ থেকে ২ কিলোমিটার দূরত্বে অবস্থান। গত বছরের প্যাকেজ-১ এর মতো, তবে কিছুটা উন্নত এবং খরচ কম।
সাশ্রয়ী প্যাকেজ:
আজিজিয়া এলাকায় আবাসন সুবিধা থাকবে। এটি হবে তুলনামূলকভাবে সবচেয়ে কম খরচের প্যাকেজ। আনুমানিক খরচ সাড়ে ৪ লাখ টাকার মধ্যে থাকতে পারে।

বিমান ভাড়া কমছে
চলতি বছর হজে বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা। তবে আগামী বছর এটি ১ লাখ ৫৫ হাজার থেকে ১ লাখ ৬০ হাজার টাকার মধ্যে হতে পারে। এই ভাড়ার ওপর ভিত্তি করেই প্যাকেজ মূল্য নির্ধারণ হবে।

বিমান ভাড়া নির্ধারণ নিয়ে ধর্ম মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মধ্যে আলোচনা শেষে একটি যৌক্তিক হার নির্ধারণে ঐকমত্যে পৌঁছানো হয়েছে। যদিও ভাড়ার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রোববার ঘোষণা করা হবে।

নিবন্ধনের সময়সীমা ও তথ্য
চাঁদ দেখা সাপেক্ষে আগামী মে মাসের শেষ সপ্তাহে হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় সর্বমোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজে যেতে পারবেন।

হজ প্যাকেজ ঘোষণা না হওয়ায় এখন পর্যন্ত নিবন্ধনে সাড়া কম। ধর্ম মন্ত্রণালয়ের তথ্যমতে, সরকারি ব্যবস্থাপনায় ৯৫৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১,১৩৫ জন প্রাথমিক নিবন্ধন করেছেন।

প্রাথমিক নিবন্ধনের জন্য ৪ লাখ টাকা জমা দিতে হচ্ছে। প্যাকেজ ঘোষণার পর বাকি টাকা জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। চলতি বছরের তুলনায় এবার নিবন্ধনের সময়সীমা অনেক এগিয়ে আনা হয়েছে। ১২ অক্টোবরের মধ্যে পুরো টাকা দিয়ে নিবন্ধন শেষ করতে হবে।

মন্তব্য
হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (হাব) মহাসচিব ফরিদ আহমেদ মজুমদার বলেছেন,

“প্যাকেজ ঘোষণা বিলম্বিত হওয়ায় হজযাত্রীরা দ্বিধায় আছেন। দ্রুত প্যাকেজ ঘোষণা হলে নিবন্ধনে গতি আসবে।”
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন,

“বিমান ভাড়াসহ সব খরচ যৌক্তিকভাবে নির্ধারণের চেষ্টা করছি। রোববার চূড়ান্ত ঘোষণা আসবে।

১১৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
ধর্ম নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন