সর্বশেষ

রাজনীতি

খাগড়াছড়িতে ৫ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ

আল-মামুন, খাগড়াছড়ি
আল-মামুন, খাগড়াছড়ি

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৬:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
খাগড়াছড়িতে জুলাই সনদ বাস্তবায়ন ও আগামী নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে অনুষ্ঠানের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৫) বিকেলে জেলা শহরের মুক্ত মঞ্চ এলাকায় এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ি-২৯৮ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট এয়াকুব আলী চৌধুরী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন,
“আগামী জাতীয় নির্বাচন পিআর পদ্ধতিতেই হতে হবে। এর আগে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন করতে হবে, তা না হলে আন্দোলনকারী জনগণকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার সুযোগ তৈরি হবে।”


তিনি আরও বলেন, “পিআর পদ্ধতি এতটাই স্বচ্ছ যে একটি ছোট শিশু পর্যন্ত তা বুঝতে পারে। কিন্তু বিএনপি পিআর-ভীতিতে ভুগছে, কারণ তারা জানে জনগণের ভোটের আসল চিত্র কী। পিআর পদ্ধতি দুর্নীতি ও রাতের ভোট ঠেকাতে পারে।”

সমাবেশে ৫ দফা দাবির মধ্যে ছিল:
১. জুলাই সনদের বাস্তবায়ন
২. পিআর পদ্ধতিতে নির্বাচন
৩. নির্বাচনে জনগণের পূর্ণ অংশগ্রহণ নিশ্চিতকরণ
৪. দলীয় প্রশাসনের অবসান
৫. সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ সৃষ্টি

বিক্ষোভ মিছিলটি চেঙ্গী স্কয়ার থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্ত মঞ্চে এসে সমাবেশে রূপ নেয়। নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।


সমাবেশে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। এ সময় আরও বক্তব্য রাখেন:


জেলা সেক্রেটারি মিনহাজুর রহমান
শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি আব্দুল মান্নান
সদর উপজেলা আমির মো. ইলিয়াছ
ছাত্রশিবির জেলা সভাপতি আব্দুস সাত্তার
তারা সবাই বর্তমান সরকার ও নির্বাচন ব্যবস্থার সমালোচনা করে জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবি জানান।

১২৯ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
রাজনীতি নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন