সর্বশেষ

সারাদেশ

বান্দরবানে চাক সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে বিএনপির মতবিনিময় সভা

মো.আরিফ, বান্দরবান
মো.আরিফ, বান্দরবান

শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫ ৫:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বান্দরবানে চাক সম্প্রদায়ের হেডম্যান, কারবারী, রোয়াজা এবং তরুণ সমাজের প্রতিনিধিদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১টায় তার নিজ বাসভবনের প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে সাচিং প্রু জেরী বলেন, "চাক সম্প্রদায়সহ পার্বত্য অঞ্চলের সব জাতিগোষ্ঠীর উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপি অতীতে যেমন পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে।"

তিনি আরও বলেন, "আপনারা যেভাবে ঐক্যবদ্ধভাবে সমাজকে এগিয়ে নিচ্ছেন, তা আমাদের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও বেগবান করবে।"

সভায় সভাপতিত্ব করেন বান্দরবান সদর চাক সমাজ কমিটির সভাপতি বাহ্‌রুং মহসাহইং চাক। স্বাগত বক্তব্য রাখেন হাইসামারী কারবারী ইনস্টিটিউটের সভাপতি ও যুবদল নেতা অহংজাই উচ চাক।

সভায় বক্তারা চাক সম্প্রদায়ের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ও রাজনৈতিক অধিকারের প্রশ্নে জাতীয় পর্যায়ে আরও দৃঢ় পদক্ষেপ নেওয়ার দাবি জানান। তারা বলেন, চাক সম্প্রদায়ের উন্নয়নে স্থানীয় সরকার এবং জাতীয় পর্যায়ের রাজনৈতিক দলগুলোর আরও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, ২৭৭ নং বাইশারী মৌজার হেডম্যান বাহ্‌ মহচানু চাক, ২৭০ নং নাইক্ষ্যংছড়ি সদর মৌজার হেডম্যান বাহ্‌ বাচিচ চাক, ২৭৮ নং প্রেক্সম্যারী মৌজার হেডম্যান বাহ্‌ ফাচিচ চাক, হিংসাইহচা চাক পাড়ার রোয়াজা বাহ্‌ মহহতিহাইংচা চাক, প্রেক্সম্যার চাক পাড়ার রোয়াজা বাহ্‌ ফক্করুং চাক, সাহেপচাক চাক পাড়ার কারবারী লহইংচাইহাচা চাক, নাইক্ষ্যংছড়ি বাইশারীর চাকাপাড়া কারবারী লশিং চাক, উন্নয়নকর্মী শৈইং চাক,
চাক যুব পরিষদের সভাপতি লালনু চাক, চাক ছাত্র পরিষদের সভাপতি মহৎ চাক, বাইশারীর হেডম্যান চাক পাড়ার হেডম্যান লায়োহাইটা চাকসহ চাক সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা মতবিনিময় সভায় চাক সম্প্রদায়ের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ, শিক্ষা বিস্তার ও রাজনৈতিক অধিকারের বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

১১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন