শাপলা প্রতীক নিয়ে সিদ্ধান্তে অনড় ইসি: ব্যাখ্যা নয়, চূড়ান্ত সিদ্ধান্ত

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ১০:৪৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে কোনো ব্যাখ্যা দেবে না নির্বাচন কমিশন (ইসি)—এমনই সাফ জানিয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি ও অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
সিইসি জানান, শাপলা প্রতীক আগে নাগরিক ঐক্য চেয়েছিল, পরে জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) এ প্রতীক দাবি করে। তবে উভয় দলকেই প্রতীকটি বরাদ্দ দেওয়া হয়নি। কেন এই প্রতীক বরাদ্দ দেওয়া হলো না, সে বিষয়ে কমিশনের কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, “শাপলা প্রতীক না দিলে নির্বাচন হতে দেবে না—এ ধরনের মন্তব্য কমিশনের কাছে হুমকিস্বরূপ মনে হয়েছে। নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত। আমরা কোনো চাপের কাছে নত হই না, এবং নিরপেক্ষভাবে কাজ করতে বদ্ধপরিকর।”
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, “নির্ধারিত সময় অনুযায়ী আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবে—এ বিষয়ে কোনো সন্দেহ নেই। সবার জন্য সমতল মাঠ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করতে যা যা করণীয়, নির্বাচন কমিশন তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পালন করবে।”
১০৭ বার পড়া হয়েছে