ঘোষণা ছাড়াই বাড়ছে খোলা সয়াবিন ও পাম অয়েলের দাম

বৃহস্পতিবার , ২৫ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৫২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
ভোজ্যতেল পরিশোধন ও বিপণনকারীদের সংগঠনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মূল্যবৃদ্ধির ঘোষণা না এলেও রাজধানীসহ দেশের বিভিন্ন বাজারে খোলা সয়াবিন ও সুপার পাম অয়েলের দাম লিটারে ৫ টাকা পর্যন্ত বেড়েছে।
গত তিন-চার দিনের ব্যবধানে এই মূল্যবৃদ্ধি লক্ষ্য করা গেছে।
বাজার ঘুরে এবং খুচরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে খোলা সয়াবিন তেল প্রতি লিটার ১৭০ থেকে ১৭২ টাকা দরে বিক্রি হচ্ছে, যা চার দিন আগেও ছিল ১৬৯ টাকা। একই সময়ে সুপার পাম অয়েলের দাম প্রতি লিটারে ১৫৫ থেকে ১৬০ টাকায় পৌঁছেছে, যা আগে ছিল ১৫০ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, পাইকারি পর্যায়ে দাম বাড়ার কারণেই খুচরা বাজারে খোলা তেলের দাম বেড়েছে। একাধিক খুচরা বিক্রেতা জানিয়েছেন, প্রতি ড্রাম (২০৪ লিটার) সয়াবিন তেলের দাম ৩২ হাজার টাকা থেকে বেড়ে ৩৪ হাজার ৪০০ টাকা হয়েছে। পাম অয়েলের ক্ষেত্রে এই দাম ২৯ হাজার টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩১ হাজার টাকায়।
এর আগে, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে প্রতি লিটারে ১০ টাকা দাম বাড়ানোর প্রস্তাব দেয়। এর পরিপ্রেক্ষিতে গত সোমবার ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রণালয় মাত্র এক টাকা বৃদ্ধির সিদ্ধান্ত জানায়। তবে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
এদিকে বোতলজাত তেলের খুচরা মূল্য এখনো অপরিবর্তিত থাকলেও পাইকারি পর্যায়ে দাম বেড়েছে। কারওয়ান বাজারের এক ব্যবসায়ী জানান, পাঁচ লিটারের বোতলজাত সয়াবিন তেলের প্রতি কার্টনে (২০ লিটার) ৫০ থেকে ৬০ টাকা পর্যন্ত দাম বেড়েছে।
বর্তমানে সরকার নির্ধারিত সর্বশেষ দরে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেল বিক্রি হচ্ছে ১৮৯ টাকা, পাঁচ লিটারের বোতলের মূল্য ৯২২ টাকা, খোলা সয়াবিন ১৬৯ টাকা এবং পাম অয়েলের দাম ১৫০ টাকা।
১১৬ বার পড়া হয়েছে