সর্বশেষ

খেলা

সাইফ হাসানের একার লড়াই, ভারতের কাছে ৪১ রানে হারলো বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৭:২৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ভারতের বিপক্ষে একটি গুরুত্বপূর্ণ ম্যাচে হারের স্বাদ নিয়েছে বাংলাদেশ। অঘোষিত সেমিফাইনাল ম্যাচের আগে ভারতের কাছে ৪১ রানে হার—এটাই বলছে সবকিছু।

সাইফ হাসানের একার লড়াই ব্যর্থ হলো ব্যাটিং বিপর্যয়ের মাঝে। ভারতের দেওয়া ১৬৯ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ গুটিয়ে গেছে ১২৭ রানে।

ম্যাচের শুরুতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে ভারত। ইনিংসের হাল ধরেন অভিষেক শর্মা, মাত্র ৩৭ বলে ৭৫ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি, যেখানে ছিল ৬টি চার ও ৫টি ছক্কা।

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে টাইগাররা। ওপেনিংয়ে সাইফ হাসান ও তানজিদ তামিমের জুটি বড় কিছুর ইঙ্গিত দিলেও জসপ্রিত বুমরাহর আগমনে ছন্দপতন ঘটে। মাত্র ৩ বল খেলে ১ রান করে ক্যাচ তুলে বিদায় নেন তানজিদ।

পরবর্তীতে পারভেজ হোসেন ইমনের সঙ্গে সাইফ মিলে কিছুটা প্রতিরোধ গড়েন। দুজনের জুটিতে আসে ৪২ রান। কিন্তু ইমন ১৯ বলে ২১ রান করে আউট হয়ে গেলে শুরু হয় ধস। একপ্রান্ত আগলে রাখা সাইফের লড়াইও তখন একা হয়ে যায়।

সাইফ হাসান ৪৪ বলে ৬৯ রানের দুর্দান্ত ইনিংস খেললেও অপর প্রান্তে ব্যাটারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। তাওহিদ হৃদয় (৭), শামীম হোসেন (০), জাকের আলী (৪), সাইফউদ্দিন (৪), রিশাদ (২), তানজিম সাকিব (০), মোস্তাফিজ (৬) – কেউই দাঁড়াতে পারেননি। নাসুম আহমেদ অপরাজিত ছিলেন ৪ রানে।

ভারতের বোলারদের মধ্যে কুলদীপ যাদব সবচেয়ে সফল, ৩ উইকেট নেন তিনি। বুমরাহ ও বরুণ চক্রবর্তী পান ২টি করে উইকেট। একটি করে উইকেট নেন অক্ষর প্যাটেল ও তিলক ভার্মা।

এই জয়ে ফাইনাল নিশ্চিত করেছে ভারত। অন্যদিকে, বাংলাদেশকে এখন ফাইনালে উঠতে হলে জিততেই হবে পাকিস্তানের বিপক্ষে, যেটি কার্যত হয়ে দাঁড়িয়েছে এক অঘোষিত সেমিফাইনাল।

১১৫ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন