সর্বশেষ

জাতীয়

মশা থেকে বাঁচতে কয়েল নয়, মশারি ব্যবহারে জোর বিশেষজ্ঞদের

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ৮:২৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে আশঙ্কাজনক হারে। চলতি সেপ্টেম্বর মাসেই একদিনে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ১২ জন—যা এখন পর্যন্ত মাসটির সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশা থেকে বাঁচতে যেসব উপায় গ্রহণ করা হচ্ছে, তার মধ্যে মশার কয়েল অন্যতম হলেও এটি কোনো নিরাপদ সমাধান নয়। বরং এর ধোঁয়া দীর্ঘমেয়াদে শ্বাসতন্ত্রে মারাত্মক ক্ষতি করতে পারে।

নিম্ন ও নিম্নমধ্যবিত্ত মানুষের কাছে সহজলভ্য হওয়ায় রাজধানীর অলিগলির দোকানে মশার কয়েল বিক্রি হচ্ছে হরহামেশা। কোনোটি ২৪ ঘণ্টা, আবার কোনোটি ৭২ ঘণ্টা পর্যন্ত কার্যকর থাকার দাবি করছে কোম্পানিগুলো। তবে চিকিৎসকরা বলছেন, মশা তাড়াতে কয়েল কার্যকর হলেও, তা মশাবাহিত রোগ থেকে শতভাগ সুরক্ষা দিতে পারে না।

মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. মুহাম্মদ নুরুল ইসলাম জানান, ‘‘মশার প্রকোপ থেকে বাঁচতে গিয়ে অনেকে কয়েল ব্যবহার করছেন, যা শ্বাসযন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। কয়েলের ধোঁয়ায় থাকা বিষাক্ত গ্যাস ফুসফুসে গিয়ে স্বাভাবিক অক্সিজেন গ্রহণের প্রক্রিয়া বাধাগ্রস্ত করে।’’

মুগদা হাসপাতালে সরজমিনে গিয়ে দেখা গেছে, ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি অধিকাংশ রোগীর বাসায় নিয়মিত মশার কয়েল ব্যবহার করা হয়। তবে তারা বলছেন, কয়েল জ্বালিয়েও মশা দূর হয়নি, বরং ধোঁয়ার কারণে মাথা ব্যথা, শ্বাসকষ্ট, চোখ জ্বালা ও অস্বস্তি বেড়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরী জানান, ‘‘মশার কয়েল বা অ্যারোশলের ধোঁয়ায় বিভিন্ন বিষাক্ত রাসায়নিক থাকে, যা শিশুসহ সবার জন্য ক্ষতিকর। দীর্ঘমেয়াদে এটি ফুসফুস ক্যান্সার, হাঁপানি ও ত্বক বা শ্বাসতন্ত্রের অ্যালার্জির ঝুঁকি বাড়ায়।’’

তিনি আরও বলেন, ‘‘কয়েল ব্যবহার থেকে মানুষকে নিরুৎসাহিত করতে হবে এবং এর উৎপাদন ও বাজারজাতকরণে কঠোর নজরদারি প্রয়োজন।’’

বিশেষজ্ঞদের মতে, মশা প্রতিরোধে সবচেয়ে নিরাপদ ও কার্যকর উপায় হলো নিয়মিত মশারি ব্যবহার ও আশপাশ পরিষ্কার রাখা। ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্বাস্থ্যসম্মত পদ্ধতিকে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন তারা।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন