সর্বশেষ

খেলা

বাংলাদেশ-ভারত মহারণ আজ দুবাইয়ে, ফাইনালের পথে 'অগ্নিপরীক্ষা' তামিমদের

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ২:৪৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এশিয়া কাপের সুপার ফোরে একটি করে ম্যাচ খেলে সমান পয়েন্টে রয়েছে ভারত ও বাংলাদেশ। তবে দুবাইয়ে আজ সন্ধ্যায় মুখোমুখি হওয়ার আগে দুই দলের বাস্তবতা একেবারেই ভিন্ন।

ভারত এখন পর্যন্ত এবারের এশিয়া কাপে অপরাজিত। ধারাবাহিক জয় তুলে নিয়ে টুর্নামেন্টের অন্যতম ফেভারিটে পরিণত হয়েছে দলটি। ফাইনালে উঠা তো বটেই, শিরোপা না জিতলে সেটাই হবে বড় অঘটন বলে মনে করছেন অনেকে।

অন্যদিকে, সুপার ফোরে শ্রীলঙ্কাকে হারিয়ে দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ। সেই জয়ে অনুপ্রাণিত হয়ে দল এখন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নও দেখছে। তবে সামনে কঠিন পথ—ভারত ও পাকিস্তানের মতো দুই পরাশক্তিকে হারিয়ে তবেই ফাইনালের টিকিট নিশ্চিত করতে হবে সাকিবদের।

বিশেষ করে ভারতের বিপক্ষে আজকের ম্যাচটিকে অনেকেই দেখছেন বাংলাদেশের জন্য 'অগ্নিপরীক্ষা' হিসেবে।

ভারত করছে পরীক্ষা-নিরীক্ষা
ম্যাচের গুরুত্ব থাকলেও ভারত দল আজ কিছু পরিবর্তন নিয়ে নামতে পারে। পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটের জয়ের পর একাদশে নতুন কিছু মুখ দেখা যেতে পারে, যাতে ফাইনালের আগে বেঞ্চের শক্তিও যাচাই করা যায়।

সম্ভাব্য পরিবর্তনের মধ্যে রয়েছে উইকেটকিপার-ব্যাটসম্যান সঞ্জু স্যামসনের পরিবর্তে জিতেশ শর্মার অন্তর্ভুক্তি। এছাড়া বিশ্রাম দেওয়া হতে পারে পেসার যশপ্রীত বুমরাকে, যিনি পাকিস্তানের বিপক্ষে ছিলেন খরুচে। তাঁর জায়গায় একাদশে ফিরতে পারেন বাঁহাতি পেসার অর্শদীপ সিং, যিনি গ্রুপ পর্বে ওমানের বিপক্ষে ১০০ আন্তর্জাতিক টি-টোয়েন্টি উইকেট পূর্ণ করেন।

মিডল অর্ডারে দেখা যেতে পারে রিঙ্কু সিংকেও, যিনি এখনো টুর্নামেন্টে মাঠে নামেননি। তাঁকে একাদশে আনলে বাদ পড়তে পারেন অক্ষর প্যাটেল, যিনি এই টুর্নামেন্টে এখন পর্যন্ত সেভাবে আলো ছড়াতে পারেননি।

ভারতের সম্ভাব্য একাদশ:
অভিষেক শর্মা, শুবমান গিল (সহ–অধিনায়ক), তিলক ভার্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, রিঙ্কু সিং, জিতেশ শর্মা (উইকেটকিপার), কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী, অর্শদীপ সিং।

ম্যাচ জিতলেই ভারতের ফাইনাল প্রায় নিশ্চিত
এই ম্যাচে জয় পেলে ফাইনাল নিশ্চিত হয়ে যাবে ভারতের। ফলে শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের শেষ ম্যাচে নির্ভার থাকতে পারবে দলটি। তবে ভারতের মূল লক্ষ্য থাকবে—পরীক্ষানিরীক্ষার মধ্যেও ম্যাচটা সহজে জিতে নেওয়া।

বাংলাদেশের জন্য আজকের ম্যাচ শুধু পয়েন্টের লড়াই নয়, বড় মঞ্চে নিজেদের প্রমাণ করারও সুযোগ। তবে ভারতীয় দলের শক্তি ও সাম্প্রতিক ফর্মের কথা মাথায় রাখলে এই চ্যালেঞ্জ সহজ হবে না।
 

১২০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন