নবজাতক চুরির অভিযোগে আটক শাহাজাদী ও তার মা জামিনে মুক্ত

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ১:৫৩ অপরাহ্ন
শেয়ার করুন:
১৩ দিনের নবজাতক কন্যাশিশুর মা শাহাজাদী ও তার মা নার্গিস বেগম অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন।
নবজাতক চুরির অভিযোগে গ্রেপ্তার হওয়ার আট দিন পর মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ হোসেন হায়দার বিশেষ বিবেচনায় তাদের জামিন মঞ্জুর করেন।
আইনজীবী শেখ রফিকুজ্জামান জানান, আদালতের আদেশের অনুলিপি পাওয়ার পর সকালে জামিনের আবেদন করা হলে বিচারক বিনা জামানতে জামিন অনুমোদন করেন।
খুলনা কারাগার সূত্রে জানা যায়, দুপুর পৌনে ২টার দিকে নার্গিস বেগম কারাগার থেকে মুক্তি পান। এরপর বিকেল পৌনে ৩টায় শাহাজাদীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্ত করা হয়।
ঘটনার সূত্রপাত ১১ সেপ্টেম্বর, যখন ফকিরহাটের শাহাজাদী খুলনার একটি হাসপাতালে পঞ্চম সন্তানের জন্ম দেন। তার চার কন্যাসন্তান থাকার পর এবার ছেলে সন্তানের প্রত্যাশায় ছিলেন তার স্বামী সিরাজুল ইসলাম ও তার পরিবার। কিন্তু সন্তান মেয়ে হওয়ায় সিরাজুল স্ত্রীকে হাসপাতালে রেখে চলে যান।
পরিবারের চাপ ও মানসিক অস্থিরতার কারণে ১৫ সেপ্টেম্বর হাসপাতাল থেকে আরেক প্রসূতির চার দিনের ছেলে নবজাতক চুরি হয়। সিসিটিভি ফুটেজ ও পুলিশের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা হয় নার্গিস বেগমের কাছ থেকে।
ঘটনার পর শাহাজাদী ও তার মাকে মানবপাচার আইনে আসামি করে মামলা করা হয়। নার্গিস বেগম দাবি করেন, মেয়ের সংসার বাঁচাতে এমন কাজ করতে বাধ্য হয়েছিলেন তিনি।
জামিন পাওয়া পর শাহাজাদী সাংবাদিকদের বলেন, “আপনাদের সমর্থন না থাকলে মুক্তি পাওয়া সম্ভব হত না। তবে শ্বশুরবাড়ি থেকে কোনো খবর না পাওয়ায় আমি খুব কষ্টে আছি।”
এই ঘটনাটি পারিবারিক চাপ, সামাজিক মনোভাব ও নারীর প্রতি বৈষম্যের একটি করুণ চিত্র তুলে ধরেছে।
১১৭ বার পড়া হয়েছে