কেরানীগঞ্জে মোটরসাইকেল-সিএনজি সংঘর্ষে ২ জন নিহত, আহত ৪

মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫ ২:১৮ পূর্বাহ্ন
শেয়ার করুন:
কেরানীগঞ্জের নারিকেলবাগ এলাকায় মোটরসাইকেল ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
সোমবার (২২ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর পথচারীরা আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নয়ন (২৫) ও খাইরুল ইসলাম (৩৮) নামের দুইজনকে মৃত ঘোষণা করেন। আহত চারজন বর্তমানে ঢামেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত নয়নের বাড়ি কেরানীগঞ্জ থানার সোনাকান্দা গ্রামে। তার পিতার নাম আনু মিয়া। অপর নিহত খাইরুল ইসলাম কেরানীগঞ্জ এলাকার ইউনুস মিয়ার ছেলে।
আহতদের মধ্যে রয়েছেন– শামসুল হক (৭৮), স্বর্ণা (১৯), তারেক (২৯) এবং একজন অজ্ঞাতপরিচয় ব্যক্তি (২৬)। আহত শামসুল হকের বাড়ি কেরানীগঞ্জের কামার্তা গ্রামে। তিনি মৃত রিয়াজ উদ্দিনের ছেলে। আহত স্বর্ণা পিরোজপুর জেলার স্বরূপকাঠি থানার দিলবাড়ি গ্রামের বাসিন্দা। তার বাবার নাম সিবরুল হোসেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কেরানীগঞ্জ থেকে গুরুতর আহত অবস্থায় নারী ও পুরুষসহ মোট ছয়জনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে দুজন মারা গেছেন। আহত চারজনের চিকিৎসা চলছে।
ঘটনার তদন্ত ও দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে কাজ করছে পুলিশ।
১২০ বার পড়া হয়েছে