নারায়ণগঞ্জে ময়লার স্তূপ থেকে ৫ বস্তা এনআইডি কার্ড উদ্ধার

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ১১:০২ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নারায়ণগঞ্জের ফতুল্লা স্টেডিয়াম এলাকার একটি ময়লার ভাগাড় থেকে উদ্ধার করা হয়েছে পাঁচ বস্তা জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পোলিং কর্মকর্তার পরিচয়পত্র ও অন্যান্য নির্বাচনী সামগ্রী।
রোববার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্থানীয়দের সহায়তায় পুলিশ ও নির্বাচন কমিশনের কর্মকর্তারা এসব সামগ্রী উদ্ধার করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সাদা মাইক্রোবাস হঠাৎ করে দ্রুতগতিতে এসে বস্তাগুলো ফেলে রেখে চলে যায়। প্রথমে সেগুলোকে সাধারণ ময়লার বস্তা ভেবে উপেক্ষা করা হলেও, পরিচ্ছন্ন অবস্থায় দেখে সন্দেহ হয় স্থানীয়দের। পরে খুলে দেখা যায়, প্রতিটি বস্তায় রয়েছে বিপুল পরিমাণ এনআইডি কার্ড ও নির্বাচনী সরঞ্জাম।
ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের নেতা নাজমুল হাসান বাবু জানান, “আমার কর্মীরা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে নির্বাচন কমিশনের প্রতিনিধিরাও উপস্থিত হয়ে বিষয়টি যাচাই করেন।”
নির্বাচন কমিশনের প্রাথমিক তথ্যমতে, উদ্ধার হওয়া কার্ডগুলো গাজীপুর সদর এলাকার নাগরিকদের। অতিরিক্ত নির্বাচন কমিশনার রাকিবুজ্জামান বলেন, “এসব কার্ড আমাদের এখানকার নয়, সম্ভবত গাজীপুরের পুরোনো কার্ড। বিষয়টি তদন্তাধীন রয়েছে।”
এ বিষয়ে নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী বলেন, “উদ্ধারকৃত সামগ্রী থানায় সংরক্ষণ করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানানো হবে।”
১০৯ বার পড়া হয়েছে