সর্বশেষ

খেলা

ব্যালন ডি’অর ২০২৫: ৬৯তম আসর শুরু হচ্ছে বাংলাদেশ সময় রাত ১২টায়

স্পোর্টস রিপোর্টার
স্পোর্টস রিপোর্টার

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ৪:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফুটবল বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি’অর ২০২৫ এর ৬৯তম আসর আজ রাতে ফ্রান্সের রাজধানী প্যারিসে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

স্থানীয় সময় অনুযায়ী সন্ধ্যায় এবং বাংলাদেশ সময় রাত ১২টায় জমকালো এই আয়োজন শুরু হবে প্যারিসের ঐতিহাসিক থিয়েত্র দু শাতে হলে।

প্রতিবারের মতো এবারও পুরস্কৃত করা হবে বছরের সেরা পুরুষ ও নারী ফুটবলার, তরুণ খেলোয়াড়, গোলরক্ষক, কোচ ও সর্বোচ্চ গোলদাতাকে।

মেসি-রোনালদো বিহীন নতুন অধ্যায়
ব্যালন ডি’অর মানেই ছিল লিওনেল মেসি আর ক্রিশ্চিয়ানো রোনালদোর আধিপত্য। তবে সময়ের আবর্তনে ইতিহাসের সফলতম (৮ বার) জয়ী মেসি এবং সর্বাধিক ১৮ বার মনোনয়ন পাওয়া রোনালদো এবার নেই মনোনয়ন তালিকায়। অনেকেই বলছেন, ২০২৫ সালের এই আসর দিয়েই শুরু হচ্ছে এক নতুন যুগের।

দেম্বেলের ইতিহাস গড়ার পথে
এবারের আসরের প্রধান ফেভারিট হিসেবে আলোচনায় রয়েছেন উসমান দেম্বেলে। চ্যাম্পিয়ন্স লিগ, ঘরোয়া লিগ এবং কাপ জিতে পিএসজির ট্রেবল জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই ফরাসি ফরোয়ার্ড। একইসঙ্গে, তিনিই হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের বর্ষসেরা খেলোয়াড়। গোলে, অ্যাসিস্টে এবং মাঠের পারফরম্যান্সে অন্যদের ছাড়িয়ে গেছেন বলে মত বিশেষজ্ঞদের।

নতুন প্রজন্মের বিস্ময় ইয়ামাল
মাত্র ১৮ বছর বয়সেই নজর কেড়েছেন বার্সেলোনার লামিনে ইয়ামাল। মেসির ১০ নম্বর জার্সির উত্তরসূরি এই তরুণ ফরোয়ার্ড গোল, অ্যাসিস্ট ও বড় ম্যাচে দারুণ পারফরম্যান্স দিয়ে ইতোমধ্যেই হয়ে উঠেছেন ফুটবলপ্রেমীদের আবেগী প্রিয়পাত্র। অনেকের মতে, দেম্বেলের পর তিনিই অন্যতম দাবিদার।

বড় নাম, বড় প্রতিযোগিতা
এবারের আসরে মনোনয়ন পেয়েছেন মোট ৩২ জন ফুটবলার। তালিকায় রয়েছেন বর্তমান সময়ের সেরা তারকারা, যেমন:

জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ)
আর্লিং হালান্ড (ম্যানচেস্টার সিটি)
কিলিয়ান এমবাপে (রিয়াল মাদ্রিদ)
হ্যারি কেইন (বায়ার্ন মিউনিখ)
ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ)
রবার্ট লেভানদোভস্কি (বার্সেলোনা)
রাফিনহা, পেদ্রি ও ইয়ামাল (বার্সেলোনা)
মোহামেদ সালাহ ও ভার্জিল ফন ডাইক (লিভারপুল)
তালিকায় পিএসজি থেকে সবচেয়ে বেশি খেলোয়াড় মনোনীত হয়েছেন – উসমান দেম্বেলে, এমবাপে, দোন্নারুমা, ফাবিয়ান রুইজ, আশরাফ হাকিমি, ভিতিনহা, নুনো মেন্ডেস সহ ৭ জন।

বেটিং সাইটগুলোর চোখেও দেম্বেলে এগিয়ে
বিশ্বের বেশিরভাগ বেটিং সাইট অনুযায়ী, ব্যালন ডি’অর ২০২৫ জয়ের দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন উসমান দেম্বেলে। তবে চমক দিতে পারেন লামিনে ইয়ামাল, রাফিনহা কিংবা ভিনিসিয়ুসও।

১১০ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
খেলা নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন