সর্বশেষ

সারাদেশ

বেতন বাড়ানোর দাবিতে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহী প্রতিনিধি
রাজশাহী প্রতিনিধি

সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫ ৪:১৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বেতন বৃদ্ধির দাবিতে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম ও কক্সবাজার রুটে কয়েকটি পরিবহন সংস্থার বাস চলাচল হঠাৎ বন্ধ করে দিয়েছেন শ্রমিকরা।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল থেকে এই ধর্মঘট শুরু হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা।

রাজশাহী পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল বিষয়টি নিশ্চিত করে জানান, দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ ও কেটিসি—এই পাঁচটি পরিবহনের কর্মীরা বেতন দ্বিগুণ করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ ঘোষণা করেছেন।

তিনি বলেন, "আমরা তাদের সঙ্গে আলোচনায় বসেছিলাম। তবে তারা বর্তমান বেতনের প্রায় দ্বিগুণ বেতন দাবি করেছেন, যা মালিকপক্ষ মেনে নেয়নি। ফলে সমঝোতা হয়নি এবং বাস চলাচল বন্ধই রয়েছে।"

তবে ধর্মঘটে অংশ না নেওয়া অন্যান্য পরিবহন সংস্থাগুলোর বাস চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, সকাল থেকেই এসব রুটে যাত্রীরা টার্মিনালে এসে বাস না পেয়ে বিপাকে পড়েন। কেউ কেউ অতিরিক্ত ভাড়া দিয়ে বিকল্প পরিবহন ব্যবহারে বাধ্য হন।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন