সর্বশেষ

জাতীয়

আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবর ভুয়া: প্রেস উইং

স্টাফ রিপোর্টার
স্টাফ রিপোর্টার

রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫ ৬:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
বাংলাদেশসহ এশিয়া ও আফ্রিকার নয়টি দেশের ওপর সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ভিসা নিষেধাজ্ঞা আরোপ বা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানোর যে খবর ছড়িয়েছে,

তা ভিত্তিহীন এবং ভুয়া বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং।

শনিবার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাতে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে প্রেস উইং এই তথ্য জানায়।

এর আগে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যমে দাবি করা হয়, 'ইউএইভিসা অনলাইন' নামক একটি বেসরকারি ভিসা প্রসেসিং ওয়েবসাইটের প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশসহ নয়টি দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়িয়েছে আমিরাত। এই খবরে দেশে-বিদেশে ব্যাপক আলোড়ন তৈরি হয়।

তবে প্রেস উইং স্পষ্ট করে জানায়, উক্ত ভিসা সাইটের প্রতিবেদনে যে সার্কুলারের কথা বলা হয়েছে, তা ভুয়া এবং এর কোনো সরকারি ভিত্তি নেই।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত তারেক আহমেদ জানিয়েছেন, আমিরাত সরকারের পক্ষ থেকে এ বিষয়ে কোনো ধরনের বিজ্ঞপ্তি বা নির্দেশনা এখনো পাওয়া যায়নি। তিনি এটিকে একটি “বিদ্বেষমূলক ও বিভ্রান্তিকর অপচেষ্টা” হিসেবে আখ্যা দিয়েছেন।

রাষ্ট্রদূত আরও জানান, ২০ ও ২১ সেপ্টেম্বর আমিরাতে সরকারি ছুটি থাকায় দূতাবাস ২২ সেপ্টেম্বর আমিরাত কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি অফিসিয়ালি যাচাই করবে।

প্রেস উইং বলেছে, যাচাই-বাছাই ছাড়াই ভুয়া তথ্যের ভিত্তিতে সংবাদ প্রকাশ করায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং এমন প্রতিবেদন প্রকাশে গণমাধ্যমকে আরও সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

১১১ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
জাতীয় নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন