জাতীয়
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে যে, ২০২৬ সালের জানুয়ারি থেকে নয়টি দেশের নাগরিকদের পর্যটন ও কর্ম ভিসার আবেদন করা অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে।
নয়টি দেশের পর্যটন ও কর্ম ভিসায় আরবের অস্থায়ী নিষেধাজ্ঞা

স্টাফ রিপোর্টার
শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০৯ পূর্বাহ্ন
শেয়ার করুন:
সংযুক্ত আরব আমিরাত (ইউএই) জানিয়েছে যে, ২০২৬ সালের জানুয়ারি থেকে নয়টি দেশের নাগরিকদের পর্যটন ও কর্ম ভিসার আবেদন করা অস্থায়ীভাবে নিষিদ্ধ করা হবে।
এই তালিকায় রয়েছে বাংলাদেশসহ আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা।
দেশটির অভিবাসন মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, ব্যবসায়িক উদ্দেশ্যে প্রবেশের ক্ষেত্রেও এই নয় দেশের নাগরিকদের ওপর নিষেধাজ্ঞা আরোপিত হবে। নিরাপত্তা সম্পর্কিত উদ্বেগ, ভূ-রাজনৈতিক পরিস্থিতি এবং কোভিড-১৯ মহামারীকে এই নিষেধাজ্ঞার পেছনের সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করা হলেও সরকার এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
বর্তমানে এই নয়টি দেশের নাগরিকরা পর্যটন ও কর্ম ভিসার জন্য আবেদন করতে পারলেও, ২০২৬ সালের জানুয়ারি থেকে এই সুযোগ বন্ধ হয়ে যাবে এবং পরবর্তী ঘোষণা না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।
১১৩ বার পড়া হয়েছে
শেয়ার করুন:
মন্তব্য
(0)
আলোচিত খবর
এলাকার খবর