জমি বিক্রি না করায় নিজ বাড়িতেই অবরুদ্ধ মা-ছেলে

শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫ ৭:০৪ পূর্বাহ্ন
শেয়ার করুন:
গাজীপুরের শ্রীপুরে জমি বিক্রির অনিচ্ছায় এক বিধবা নারী ও তাঁর ছেলেকে দীর্ঘ নয় মাস ধরে বাড়িতে অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালীর বিরুদ্ধে।
বাড়ির চারপাশে বাঁশ, কাঠ ও তারের বেড়া দিয়ে ঘিরে রাখায় ওই পরিবারকে মই বেয়ে যাতায়াত করতে হচ্ছে। ঘটনাটি ঘটেছে শ্রীপুর পৌরসভার কেওয়া পূর্বখণ্ড এলাকার সচিব গেট সংলগ্ন এলাকায়।
ভুক্তভোগী শামসুন্নাহার (৫০+) জানান, ২০০৫ সালে তাঁর স্বামী আমিরুল ইসলামের সঙ্গে মিলেই জমি কিনে বসতবাড়ি নির্মাণ করেন। স্বামী মারা যাওয়ার পর থেকে তিনি ছেলেকে নিয়ে ওই বাড়িতেই বসবাস করছেন। অভিযোগ, সম্প্রতি ওই জমিটি কিনে নিতে জোর করতে থাকেন প্রতিবেশী ও স্থানীয় প্রভাবশালী ব্যক্তি নূরুল হুদা। তাঁর প্রস্তাব ফিরিয়ে দিলে শুরু হয় চাপ প্রয়োগ এবং অবরোধের মতো অমানবিক কার্যক্রম।
শামসুন্নাহার বলেন,
“আমার স্বামীর কেনা জমি আমি বিক্রি করব না বলার পর থেকেই আমাদের ঘরবন্দি করে রেখেছে। চারপাশে বেড়া দিয়ে কোনো পথ রাখেননি। দরকারে মই দিয়ে বের হতে হয়। কিন্তু সেটাও খুব ঝুঁকিপূর্ণ। এখন তো সেটা করতেও ভয় পাচ্ছি। খাবার নেই, কাজ করতে পারছি না, দিন কাটছে অনাহারে।”
তাঁর ছেলে সাইফুল ইসলাম দীপু জানান, এই অবস্থার কারণে তিনি চাকরি করতেও পারছেন না।
“মাকে মারধর করা হয়েছে কয়েকবার। ভয় দেখিয়ে বলছে বাড়ি ছেড়ে দিতে। কিন্তু মা বলছেন, বাবার ভিটে ছাড়বেন না। প্রায় ২০ বছর ধরে এই জমি আমাদের। এখন দাম বেড়ে গেছে বলে জোর করে নিতে চাইছে।”
অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অভিযুক্ত নূরুল হুদা গণমাধ্যমকে বলেন,
“আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বাধ্য নই। আমি তাদের রাস্তা দেব না, দেখি কে রাস্তা দেয়।”
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ব্যারিস্টার সজীব আহমেদ জানান,
“আগে একবার তাকে নোটিশ করা হয়েছিল, তিনি কোনো সাড়া দেননি। দ্বিতীয়বার আবার নোটিশ পাঠানো হয়েছে। সোমবার তাকে সশরীরে হাজির হতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে সাড়া না পেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
স্থানীয় বাসিন্দারা বলছেন, এ ধরনের ঘটনা খুবই অমানবিক এবং প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন। নয়তো গৃহবন্দি অবস্থায় মানবেতর জীবন যাপন করতে থাকা ওই পরিবারের বিপদ আরও বাড়বে।
১১৪ বার পড়া হয়েছে