সর্বশেষ

জাতীয়বাংলাদেশ মিশনের নিরাপত্তা নিয়ে ভারতীয় হাইকমিশনার তলব
সাম্প্রদায়িক সহিংসতা রোধে সতর্কতা দিলেন সিইসি, শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিতের আহ্বান
ভারতে শিলিগুড়ি-আগরতলায় বাংলাদেশের ভিসা সেবা সাময়িক বন্ধ
টিএফআই সেলে গুম ও নির্যাতন: শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে বিচারিক কার্যক্রম শুরু
১১৯ আসনে প্রার্থী ঘোষণা করলো জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট
সারাদেশশৈত্যপ্রবাহে স্থবির উত্তরের জনজীবন, বিপাকে নিম্নআয়ের মানুষ
বগুড়ায় অস্ত্রের মুখে অপহরণ করে ব্যবসায়ীকে হত্যা
খুলনায় এনসিপি নেতাকে গুলির ঘটনায় যুবশক্তির নেত্রী আটক
উদীচী, ছায়ানট ও গণমাধ্যমে হামলার প্রতিবাদে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ
আন্তর্জাতিকদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সামনে হিন্দু পরিষদের বিক্ষোভ
ইরানের সামরিক পদক্ষেপের জবাবে কঠোর হুঁশিয়ারি নেতানিয়াহুর
খেলাশেষ ওভারের খরচে ম্যাচসেরা হাতছাড়া, তবু তাসকিনের দাপটে শারজার জয়
সারাদেশ

যমুনায় নদীর পানি বৃদ্ধি অব্যাহত, শীতকালীন সবজি আবাদ নিয়ে উদ্বেগ 

সিরাজগঞ্জ প্রতিনিধি
সিরাজগঞ্জ প্রতিনিধি

শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এতে জেলার চরাঞ্চলের নিম্নভূমি একে একে প্লাবিত হতে শুরু করেছে। ইতোমধ্যে নিচু জমিতে আবাদ করা শীতকালীন সবজি পানিতে তলিয়ে গেছে।

এতে সময়ের আগেই বন্যা দেখা দিতে পারে—এমন আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।

তবে পানি উন্নয়ন বোর্ড বলছে, নদীর পানি এখনও বিপৎসীমার নিচে রয়েছে এবং বড় ধরনের বন্যার আশঙ্কা নেই।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ সংলগ্ন হার্ড পয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ১৩ মিটার, যা বিপৎসীমার (১২.৯০ মিটার) ৭৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় পানি বেড়েছে ১৫ সেন্টিমিটার।

অন্যদিকে, জেলার কাজিপুর উপজেলার মেঘাই পয়েন্টে যমুনার পানি রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৮০ মিটার, যেখানে বিপৎসীমা ১৪ দশমিক ৮০ মিটার। এখানেও ২৪ ঘণ্টায় ১৫ সেন্টিমিটার পানি বেড়েছে।

এছাড়া যমুনার পাশাপাশি জেলার অভ্যন্তরীণ নদনদী—ফুলজোড়, ইছামতি, করতোয়া প্রভৃতির পানিও ধীরে ধীরে বাড়ছে বলে জানা গেছে।

চরাঞ্চলের কৃষকরা বলছেন, নদীর পানি হঠাৎ বাড়তে শুরু করায় আগাম শীতকালীন সবজি যেমন মুলা, লাউ, শিমসহ বিভিন্ন ফসল পানির নিচে তলিয়ে যাচ্ছে। এই অব্যাহত পানি বৃদ্ধি চলতে থাকলে চাষাবাদে বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন তারা।

তবে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান বলেন, "উজান থেকে পাহাড়ি ঢল ও অতিবৃষ্টির কারণে যমুনার পানি বাড়ছে। এতে কিছু চরাঞ্চল প্লাবিত হলেও আগামী দু-তিন দিনের মধ্যে পানি স্থিতিশীল হয়ে যাবে বলে আশা করছি। এখন পর্যন্ত বিপৎসীমা অতিক্রমের সম্ভাবনা নেই এবং বন্যার কোনো শঙ্কাও নেই।"


নদীর পানি দ্রুত কমে গেলে অন্তত আংশিকভাবে শীতকালীন সবজি রক্ষা পাবে বলে আশা করছেন কৃষকরা। তবে পানি আরও বাড়তে থাকলে ক্ষতির পরিমাণ হবে ভয়াবহ—এমন আশঙ্কাও তাদের কণ্ঠে।

২১৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন














সর্বশেষ সব খবর
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন