সর্বশেষ

আন্তর্জাতিক

জাতিসংঘে গাজা প্রস্তাব নিয়ে ভোট, চাপে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ৭:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গাজায় চলমান মানবিক সংকট এবং যুদ্ধবিরতির দাবিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে নতুন একটি প্রস্তাব উপস্থাপন করা হচ্ছে।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) এই প্রস্তাবের ওপর ভোট হওয়ার কথা রয়েছে। আগের কয়েক দফা ভোটে যুক্তরাষ্ট্রের ভেটোর মুখে উদ্যোগগুলো ব্যর্থ হলেও এবার সংখ্যাগরিষ্ঠ সদস্য দেশ প্রস্তাবটির পক্ষে অবস্থান নেওয়ায় যুক্তরাষ্ট্রের ওপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। — খবর এএফপি।

গত আগস্টের শেষ দিকে নিরাপত্তা পরিষদের ১০টি অস্থায়ী সদস্য রাষ্ট্র যৌথভাবে প্রস্তাবের খসড়া তৈরির কাজ শুরু করে। এর পেছনে প্রধান কারণ—জাতিসংঘের সাম্প্রতিক ঘোষণায় গাজায় দুর্ভিক্ষ পরিস্থিতি স্বীকৃত হওয়া, যা ইসরায়েলের দীর্ঘমেয়াদি সামরিক অভিযানের ফল হিসেবে চিহ্নিত করা হয়েছে।

প্রস্তাবে নতুন সংযোজন: যুদ্ধবিরতির দাবি
প্রথম দিকের খসড়ায় মূলত গাজায় মানবিক সহায়তা প্রবেশে বাধা অপসারণের ওপর জোর দেওয়া হয়েছিল। তবে কূটনৈতিক সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভেটো ঠেকাতে ফ্রান্স, যুক্তরাজ্য ও রাশিয়ার মতো প্রভাবশালী দেশগুলো আরও স্পষ্ট অবস্থান গ্রহণের আহ্বান জানায়।

ফলে নতুন খসড়ায় কেবল সহায়তা নয়—গাজায় অবিলম্বে, শর্তহীন ও স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর করার আহ্বান জানানো হয়েছে। সেই সঙ্গে বলা হয়েছে, সব পক্ষকে তা মেনে চলতে হবে। একই সঙ্গে জিম্মিদের অবিলম্বে ও বিনাশর্ত মুক্তির দাবি তোলা হয়েছে।

ভেটো নিয়ে সমালোচনার মুখে যুক্তরাষ্ট্র
ইতিপূর্বে মানবিক সহায়তা বা যুদ্ধবিরতির বিষয়ে নিরাপত্তা পরিষদের যেসব প্রস্তাব পেশ করা হয়েছে, যুক্তরাষ্ট্র সেগুলো একাধিকবার ভেটো দিয়ে আটকে দিয়েছে। সর্বশেষ গত জুনে এমন একটি প্রস্তাব তারা নাকচ করে তাদের মিত্র ইসরায়েলের প্রতি একচেটিয়া সমর্থন পুনর্ব্যক্ত করে।

এ ধরনের অবস্থান নিরাপত্তা পরিষদের অন্যান্য সদস্যদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়িয়েছে। ইউরোপের একজন সিনিয়র কূটনীতিক এএফপিকে বলেন, “এই উদ্যোগ যুক্তরাষ্ট্রকে বার্তা দেয়—তারা চাইলেও বিশ্বের সমর্থন এককভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না।” তিনি আরও বলেন, “আমরা জানি, এতে হয়তো বাস্তব পরিস্থিতি খুব দ্রুত বদলাবে না, কিন্তু অন্তত আমরা দেখাতে পারি—আমরা চুপ করে বসে নেই।”

ইসরায়েলের বিরুদ্ধে 'গণহত্যার' অভিযোগ
এদিকে মঙ্গলবার জাতিসংঘের আন্তর্জাতিক তদন্ত কমিশন প্রথমবারের মতো গাজা যুদ্ধ নিয়ে স্বাধীন তদন্তের একটি প্রতিবেদন প্রকাশ করে। এতে অভিযোগ করা হয়, ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েল গাজায় যে সামরিক অভিযান চালাচ্ছে, তা গণহত্যার পর্যায়ে পড়ে এবং এর মাধ্যমে ফিলিস্তিনি জনগণের অস্তিত্ব 'ধ্বংস' করার চেষ্টা চালানো হচ্ছে।

এই প্রতিবেদন জাতিসংঘের আসন্ন বার্ষিক সাধারণ অধিবেশনে (যেটি নিউইয়র্কে অনুষ্ঠিত হবে) অন্যতম আলোচ্য ইস্যু হিসেবে স্থান পাবে বলে ধারণা করা হচ্ছে।

১০৭ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
এলাকার খবর

বিজ্ঞাপন

৩০০ x ২৫০

বিজ্ঞাপন
সর্বশেষ সব খবর
আন্তর্জাতিক নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন