সর্বশেষ

সারাদেশ

চট্টগ্রামে নিষিদ্ধ দলের সদস্যদের বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং

চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রাম প্রতিনিধি

বৃহস্পতিবার , ১৮ সেপ্টেম্বর, ২০২৫ ২:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত দলের সদস্যদের বাসা ভাড়া না দেওয়ার নির্দেশ দিয়ে পুলিশ মাইকিং করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়ে এখন ব্যাপক আলোচনায় এসেছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার মইজ্জারটেক মোড় এলাকায় একটি সিএনজি অটোরিকশায় করে পুলিশ এই প্রচার চালায়। মাইকিংয়ে বলা হয়, নিষিদ্ধ দলের কেউ বাসা ভাড়া নিয়ে অপরাধে জড়ালে বাড়ির মালিককেও দায় নিতে হবে।

মাইকিংয়ে আরও বলা হয়, নতুন ভাড়াটিয়া, বিশেষ করে ব্যাচেলর যুবকদের বাসা ভাড়া দেওয়ার আগে জাতীয় পরিচয়পত্রসহ (এনআইডি) প্রাসঙ্গিক কাগজপত্র থানায় জমা দিতে হবে। এর ব্যত্যয় ঘটলে বাড়িওয়ালাকে আইনি জবাবদিহিতার মুখোমুখি হতে হতে হবে।

এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। ভিডিওতে মাইকিং করা হয় এভাবে:

“নিষিদ্ধ ঘোষিত দলের কেউ যদি বাসা ভাড়া নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়, তাহলে বাড়ির মালিককেও সহযোগী হিসেবে ধরে আটক করা হবে।”
তবে এ বিষয়ে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ সাংবাদিকদের জানান, “নির্দেশনাটি সঠিকভাবে প্রচার হয়নি। আমাদের উদ্দেশ্য ছিল বাড়ির মালিকদের সতর্ক করা এবং ভাড়াটিয়াদের তথ্য থানায় জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে ধরা।”

তিনি বলেন, “এই উদ্যোগ নতুন কিছু নয়। ভাড়াটিয়াদের তথ্য নেওয়ার বিষয়টি অনেক আগে থেকেই চলছে। এবার আমরা আরও কড়াকড়িভাবে বাস্তবায়ন করছি, যাতে সন্ত্রাসী বা অপরাধীরা সাধারণ মানুষের বাসা ব্যবহার করে অপরাধ করতে না পারে।”

ওসি শরীফ আরও জানান, সম্প্রতি ডায়মন্ড সিমেন্ট এলাকায় এক হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্তের সঠিক পরিচয় না জানার কারণে তদন্তে সমস্যায় পড়তে হয়। “এ ধরনের সমস্যা এড়াতেই জাতীয় পরিচয়পত্র জমা রাখার নির্দেশনা দেওয়া হয়েছে,” বলেন তিনি।

পুলিশের পক্ষ থেকে কর্ণফুলী থানার আওতাধীন এলাকায় বুধবার বিকেল থেকে মাইকিং করে সতর্কবার্তা প্রচার করা হয়। এতে বলা হয়,

“কোনো নতুন ভাড়াটিয়া, বিশেষ করে ব্যাচেলর হলে, এনআইডি ছাড়া বাসা ভাড়া দেওয়া যাবে না। নিষিদ্ধ ঘোষিত দলের কেউ বাসা ভাড়া নিলে এবং অপরাধে জড়ালে, বাড়ির মালিককেও আইনি দায় নিতে হবে।”

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন