নির্বাচনে ভোট দিতে পারবেন না শেখ হাসিনা, কারণ জানাল ইসি

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১:৪৩ অপরাহ্ন
শেয়ার করুন:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন না সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যরা— এমন তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশন (ইসি) সচিব আখতার আহমেদ।
বুধবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক থাকার কারণে এ সুযোগ থেকে বঞ্চিত হবেন তারা। এনআইডি লক থাকলে ভোটার হিসেবে নিবন্ধন করা যায় না, ফলে অনলাইনে বা বিদেশ থেকে ভোট দেওয়ারও সুযোগ থাকবে না।
এনআইডি লক থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন:
শেখ হাসিনা
শেখ রেহানা
সজীব ওয়াজেদ জয়
সায়মা ওয়াজেদ
শাহিন সিদ্দিক
বুশরা সিদ্দিক
টিউলিপ রিজওয়ানা সিদ্দিক
আজমিনা সিদ্দিক
রাদওয়ান মুজিব সিদ্দিক
তারিক আহমেদ সিদ্দিক
ইসি সচিব আরও জানান, প্রবাসীদের জন্য ভোটার নিবন্ধনের ডিজিটাল প্ল্যাটফর্ম প্রস্তুত করা হচ্ছে, তবে তাতে অংশ নিতে এনআইডি বাধ্যতামূলক। শুধুমাত্র পাসপোর্ট দিয়ে নিবন্ধন সম্ভব নয়। ফলে এনআইডি লক থাকলে কেউই ভোটার হতে পারবেন না।
তিনি বলেন, “যদি কেউ মামলার কারণে বা অন্য কোনো কারণে বিদেশে থাকেন, তবুও তার এনআইডি যদি আনলক থাকে, তবে তিনি ভোট দিতে পারবেন।”
১৩৩ বার পড়া হয়েছে