ছয় মাসেই দায়িত্ব শেষ করব : নেপালের প্রধানমন্ত্রী সুশীলা কারকি

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৮:০৫ পূর্বাহ্ন
শেয়ার করুন:
নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো বিবিসি নেপালিকে সাক্ষাৎকার দিলেন সুশীলা কারকি।
ছয় মাসের মধ্যে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন, সহিংসতা ও দুর্নীতির তদন্তসহ নানা বিষয়ে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি।
২০২৬ সালের ৫ মার্চ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে ঘোষণা করা হয়েছে। সুশীলা কারকি বলেন, “আমি দিনে ১৮ ঘণ্টা কাজ করব। ছয় মাসের মধ্যে আমার দায়িত্ব শেষ করে সরে যেতে চাই।” ভোটার তালিকা হালনাগাদসহ নির্বাচন কমিশনকে সক্রিয় করার কাজ শিগগিরই শুরু হবে বলে জানান তিনি।
কারকি জানান, আগের সরকারের সময়কার দুর্নীতির বিষয়ে একটি তদন্ত কমিশন গঠন করা হবে। পাশাপাশি আন্দোলনের সময় সংঘটিত জীবনহানি ও সহিংসতার তদন্তেও তিন সদস্যবিশিষ্ট একটি বিশেষজ্ঞ প্যানেল কাজ করবে, যা দেড় মাসের মধ্যেই রিপোর্ট দেবে বলে আশা করা হচ্ছে।
কারকি বলেন, “প্রেসিডেন্ট রাজনৈতিক দলের প্রতিনিধিদের মন্ত্রিসভায় রাখার পরামর্শ দিলেও আমি চাই স্বতন্ত্র ও অরাজনৈতিক ব্যক্তিরা দায়িত্ব নিক।” তিনি জানান, আদিবাসী, নারী, দলিত ও অনগ্রসর শ্রেণির প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে।
যেসব গোষ্ঠী অন্তর্বর্তী সরকার গঠনের দাবি তুলেছিল, তারাই এখন সমালোচনা করছে—এ প্রসঙ্গে কারকি বলেন, “আমরা তো পদ চাইনি। সব দাবি হয়তো পূরণ করতে পারব না, কিন্তু আন্তরিকভাবে চেষ্টা করব। পরবর্তী সংসদ দায়িত্ব এগিয়ে নেবে।”
১১৯ বার পড়া হয়েছে