সর্বশেষ

সারাদেশ

দিনাজপুরে রেল ও সড়ক অবরোধ করে কারিগরি শিক্ষার্থীদের বিক্ষোভ

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর প্রতিনিধি

বুধবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ৭:২৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
দিনাজপুরে সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে সড়ক ও রেলপথ অবরোধ করেছেন কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

আজ বুধবার সকাল সাড়ে ৯টা থেকে শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড এলাকায় তারা প্রথমে রেলপথ এবং পরে মহাসড়ক অবরোধ করেন।

রেলপথ অবরোধের কারণে পঞ্চগড় থেকে ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ও রাজশাহীগামী বাংলাবান্ধা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে, যার ফলে প্রায় দুই হাজার যাত্রী ভোগান্তিতে পড়েন। পাশাপাশি সড়ক অবরোধের ফলে শহরের বিভিন্ন রাস্তায় শত শত যানবাহন আটকে যানজট সৃষ্টি হয়। বিশেষ করে শহরের গলি ও মোড়গুলোতে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে।

শিক্ষার্থীদের দাবিসমূহ
আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি জানান, দীর্ঘদিন ধরে তাঁরা এই সাত দফা দাবি তুলে ধরলেও প্রশাসন কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি। তাঁদের দাবিগুলো হলো:

১. উপসহকারী প্রকৌশলীর পদ কেবলমাত্র ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য সংরক্ষিত রাখতে হবে।
২. পদোন্নতির জন্য ৫০ শতাংশ কোটা নিশ্চিত করতে হবে।
৩. ফিল্ড ও ডেস্ক ইঞ্জিনিয়ারিং-এ যোগ্যতা অনুযায়ী ডিপ্লোমা ও বিএসসি ইঞ্জিনিয়ারদের কর্মক্ষেত্র নির্ধারণ করতে হবে।
৪. টেকনিক্যাল ক্যাডার থেকে অন্য ক্যাডারে স্থানান্তর বন্ধ করতে হবে।
৫, বিএসসি ও ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অনুপাত ১.৫:১ নির্ধারণ করতে হবে।
৬, ল্যাব ও ওয়ার্কশপ আধুনিকীকরণ করতে হবে এবং পর্যাপ্ত শিক্ষক ও উপকরণ সরবরাহ নিশ্চিত করতে হবে।
৭. ক্রেডিট ট্রান্সফার চালু করে মানসম্মত কারিগরি শিক্ষা নিশ্চিত করতে হবে।

 

শিক্ষার্থীদের বক্তব্য

 

আন্দোলনকারীদের একজন, মোহাম্মদ সিফাত বলেন,
“আমরা অনেকদিন ধরেই শান্তিপূর্ণভাবে দাবি জানিয়ে আসছি। কিন্তু বারবার অবহেলা করা হয়েছে। প্রশাসন আমাদের দাবিগুলোর ব্যাপারে কোনো পদক্ষেপ নেয়নি, বরং আন্দোলন করলে গুলি করার হুমকি দেওয়া হচ্ছে। তাই বাধ্য হয়েই আবার রাস্তায় নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”
প্রশাসনের প্রতিক্রিয়া
বেলা ১১টার দিকে জেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নূর-ই-আলম সিদ্দিকী বলেন,

“শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করেছি। আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধানের কথা বলেছি। তবে এটা দীর্ঘদিনের ইস্যু, একদিনে সমাধান সম্ভব নয়। তাদের অনুরোধ করেছি যেন তারা অবরোধ তুলে নেয়।”
দিনাজপুর রেলস্টেশন সুপারিনটেনডেন্ট জিয়াউর রহমান জানান,

“দ্রুতযান এক্সপ্রেস সকাল ১০টা ৫৫ মিনিটে এবং বাংলাবান্ধা এক্সপ্রেস বেলা ১১টা ৪৫ মিনিটে ছাড়ার কথা ছিল, কিন্তু অবরোধের কারণে ট্রেন দুটি দিনাজপুর স্টেশনে আটকে আছে।”
এ প্রতিবেদন লেখার সময়, দুপুর ১২টা পর্যন্ত শিক্ষার্থীদের অবরোধ অব্যাহত ছিল।

১০৮ বার পড়া হয়েছে

শেয়ার করুন:

মন্তব্য

(0)

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন
সারাদেশ নিয়ে আরও পড়ুন

বিজ্ঞাপন

২৫০ x ২৫০

বিজ্ঞাপন

বিজ্ঞাপন
৩২০ x ৫০
বিজ্ঞাপন